Header Ads

সুইমিং পুলে সানিয়া মির্জা,ছবি ভাইরাল

নজরবন্দি ব্যুরো :টেনিস প্লেয়ার সানিয়া মির্জা কোন সেলেবের থেকে কম নন। এমনিতেই সেলেবদের নিয়ে আমরা খুব উৎসাহিত থাকি। তাঁরা কি পোশাক পড়লেন ,কোথায় ঘুরতে গেলেন ,কার সাথে ডেটিং এ গেল এসবই জানার জন্য আমার সব সময়ই উৎসাহিত থাকি। ঠিক অন্যন্য সেলেবের মত সানিয়া মির্জা ও থেকেছেন লাইমলাইটে।

এছাড়া সানিয়ার ভক্তের সংখ্যা ও কম নয়। পাকিস্তানি ক্রিকেটার কে বিয়ে করা নিয়ে তাঁকে অন্যন্য সেলেবদের মতই কটাক্ষের মুখে পড়তে হয়। অন্যন্য সেলেবের মত সানিয়ার ও ওপর মিডিয়া নজর রাখে। সেই কারণে হঠাৎ করেই একটি ছবি ভাইরাল হয় যাতে দেখা যাচ্ছে সুইমিং পুলে নীল জলে মেতেছেন সানিয়া।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.