Header Ads

কলকাতায় অমিতের সভা, মুসলিম কর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশ

নজরবন্দি ব্যুরো:নাগরকত্ব সংশোধনী আইন নিয়ে শহিদ মিনারে অমিত শাহের সভা হতে চলেছে। আর ওই সভাকে 'মেগা ইভেন্ট'-এ পরিণত করতে চাইছে বঙ্গ বিজেপি।
১ লক্ষের জমায়েতের টার্গেট নিয়েছে বিজেপি নেতৃত্ব। উদ্দেশ্য, বাংলার সিংহভাগ মানুষ যে সিএএ ও এনআরসি সমর্থন করে, তা দেখিয়ে দেওয়া। সে জন্য শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও।

১ মার্চ শহিদ মিনারে সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সভা নিয়ে তৈরি হয়েছিল বড় রকমের জটিলতা। তবে পুলিশ অনুমতি দিয়েছে। তবে পরীক্ষা চলাকালীন নিয়ম মানতে হবে গেরুয়া শিবিরকে।
নাড্ডা ও শাহ মঞ্চে থাকবেন, সে কারণে সংখ্যার শক্তি দেখাতে উঠেপড়ে লেগেছেন বিজেপি নেতারা। টার্গেট, ১ লক্ষ লোকের সমাগম। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে থেকে আনা হবে লোক। ওই দিন শহরের তিনটি দিক থেকে মিছিল আসবে শহিদ মিনারে।
এই রাজ্যের সংখ্যালঘুরাও যে সিএএ-কে সমর্থন করছেন, তাও দেখাতে চাইছে বিজেপি নেতৃত্ব। সে কারণে মুসলিম কর্মী-সমর্থকদের ফেজ টুপি পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.