কে সেই ভারতীয় ক্রিকেটার ,মুখ খুললেন অনুষ্কা শেট্টি
নজরবন্দি ব্যুরো :দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টি কে না চেনে। দক্ষিণের অনেক ছবিতেই তিনি অভিনয় করেছেন অনুষ্কা। কিন্তু তাঁর কেরিয়ারের মাইলস্টোন 'বাহুবলি'। 'বাহুবলি' তে দেবসেনার চরিত্রে অভিনয় করার পর তিনি আরো জনপ্রিয়তা লাভ করেন। প্রথমে অনুষ্কা কে নিয়ে গুজব রটেছিল 'বাহুবলি' র অভিনেতা প্রভাসের সাথে অনুষ্কার সম্পর্ক রয়েছে।
তারপর অনুষ্কা জানান এটা গুজব কথা। তিনি আর প্রভাস খুব ভালো বন্ধু। এরপর গুঞ্জন ওঠে ভারতীয় কোন এক ক্রিকেটারের সাথে সম্পর্ক রয়েছে অনুষ্কার। অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। অনুষ্কা বলেন ,এইসব গুজব কথা। একটা কথাও সত্য নয়। এছাড়া অভিনেত্রী বলেন ,সত্য কথা বলুন এই রকম গুজব ছড়াবেন না। আর সাধারণ মানুষের কাছে আবেদন সত্য জানবেন আগে ,এই সমস্ত গুজবে কান দেবেন না। এছাড়া অনুষ্কা জানান তিনি আর নিজের মনের মানুষ খুঁজছেন না। এই দায়িত্ব বর্তমানে তাঁর পরিবারের মানুষ পালন করছেন।
তারপর অনুষ্কা জানান এটা গুজব কথা। তিনি আর প্রভাস খুব ভালো বন্ধু। এরপর গুঞ্জন ওঠে ভারতীয় কোন এক ক্রিকেটারের সাথে সম্পর্ক রয়েছে অনুষ্কার। অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। অনুষ্কা বলেন ,এইসব গুজব কথা। একটা কথাও সত্য নয়। এছাড়া অভিনেত্রী বলেন ,সত্য কথা বলুন এই রকম গুজব ছড়াবেন না। আর সাধারণ মানুষের কাছে আবেদন সত্য জানবেন আগে ,এই সমস্ত গুজবে কান দেবেন না। এছাড়া অনুষ্কা জানান তিনি আর নিজের মনের মানুষ খুঁজছেন না। এই দায়িত্ব বর্তমানে তাঁর পরিবারের মানুষ পালন করছেন।

No comments