অবশেষে ক্যাটরিনা আর নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভিকি কৌশল
নজরবন্দি ব্যুরো :সালমান খান কে ছেড়ে আবারো যে ক্যাটরিনা ভিকি কৌশলের সাথে ডেটিং করছে এখবর সবাই জানে। কিন্তু যদিও ভিকি আর ক্যাটরিনা সে বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ। কিন্তু এক সাথে লাঞ্চ ডেট থেকে নাইট পার্টিতে সব সময়ে তাঁরা একইসাথে ক্যামেরা বন্দি হয়েছেন। তা থেকে খুব ভালো করে বোঝা যায় ক্যাটের সাথে চুটিয়ে প্রেম করছেন ভিকি।
কিন্তু অবশেষে ভিকি মুখ খুললেন তাঁর ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে। এক খ্যাতনামা সংবাদ সংস্থা ভিকিকে তাঁর আর ক্যাটরিনার সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে তিনি জানান,'আমার মনে হয় না এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। আমি আমার ব্যাক্তিগত জীবন নিয়ে আগাগোড়াই খিলামেলা ,কারন আমি মিথ্যে বলতে পছন্দ করি না। তাই ক্যাটরিনার সাথে আলাদা করে বলার মত কোন সম্পর্ক আমার নেই। গত বছর দীপাবলি পার্টি থেকে কিন্তু সম্পর্ক গড়ে উঠেছে ভিকি আর ক্যাটরিনার। 'কফি উইথ করণ-৬' এসে ক্যাটরিনাই মন্তব্য করেছিলেন ভিকি সঙ্গে আমায় পর্দায় বেশ ভালোই মানাবে। পরবর্তী এপিসোডে ক্যাটরিনার কথার প্রসঙ্গে করণ ভিকি কে জিজ্ঞাসা করে তখন শুধুমাত্র অজ্ঞান হওয়ার ভাব করেন কিন্তু কোন মন্তব্য করেননি ভিকি। দেখা যাক দুজনেই অস্বীকার করছে কিন্তু ভক্তদের নজর রয়েছে ক্যাট-ভিকি র জুটির ওপর।
কিন্তু অবশেষে ভিকি মুখ খুললেন তাঁর ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে। এক খ্যাতনামা সংবাদ সংস্থা ভিকিকে তাঁর আর ক্যাটরিনার সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে তিনি জানান,'আমার মনে হয় না এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। আমি আমার ব্যাক্তিগত জীবন নিয়ে আগাগোড়াই খিলামেলা ,কারন আমি মিথ্যে বলতে পছন্দ করি না। তাই ক্যাটরিনার সাথে আলাদা করে বলার মত কোন সম্পর্ক আমার নেই। গত বছর দীপাবলি পার্টি থেকে কিন্তু সম্পর্ক গড়ে উঠেছে ভিকি আর ক্যাটরিনার। 'কফি উইথ করণ-৬' এসে ক্যাটরিনাই মন্তব্য করেছিলেন ভিকি সঙ্গে আমায় পর্দায় বেশ ভালোই মানাবে। পরবর্তী এপিসোডে ক্যাটরিনার কথার প্রসঙ্গে করণ ভিকি কে জিজ্ঞাসা করে তখন শুধুমাত্র অজ্ঞান হওয়ার ভাব করেন কিন্তু কোন মন্তব্য করেননি ভিকি। দেখা যাক দুজনেই অস্বীকার করছে কিন্তু ভক্তদের নজর রয়েছে ক্যাট-ভিকি র জুটির ওপর।

No comments