অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ নয় শাহিনবাগে, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের
নজরবন্দি ব্যুরোঃ এবার বড়সড় ধাক্কার মুখে পড়ল দিল্লির শাহিনবাগের আন্দোলন। শাহিনবাগে চলা আন্দোলন নিয়ে পর্যবেক্ষণ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। পর্যবেক্ষণে বলা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য রাস্তা বন্ধকরে আন্দোলন বিক্ষোভ করা চলবে না। সেই মর্মে দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। ১৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে স্পষ্ট জানিয়েছে আদালত।
সোমবারের পর্যবেক্ষণ রিপোর্টের দায়িত্বে ছিলেন বিচারপতি সঞ্জয় কিশান। তবে আদালতের পর্যবেক্ষণ রিপোর্টে শাহিনবাগের আন্দোলনের ক্ষেত্রে ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সংশোধিত নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক বলে উল্লেখ করে শাহিনবাগে আন্দোলন শুরু করেন এলাকার বাসিন্দারা। আন্দোলনে যোগ দিয়েছিলেন পড়ুয়ারাও। আন্দোলনের জেরে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছে বিজেপি।
খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় শাহিনবাগ নিয়ে রীতিমত হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে। দলের শীর্ষ নেতাদের অনুসরণ করে স্থানীয় নেতৃত্বও লাগাতার আন্দোলনকারীদেরকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায়। তবুও থামেনি আন্দোলন। শাহিননবাগে অবস্থান বিক্ষোভের জেরে স্থানীয় বাসিন্দাদের সমস্যা হচ্ছে এই অভিযোগ তুলে ১৪ জানুয়ারি আদালতের দ্বারস্থ হন আইনজীবী অমিত সাহিনি ও বিজেপি নেতা নন্দ কিশোর গর্গ। সেই মামলার ভিত্তিতেই এদিনের পর্যবেক্ষণের ঘোষণা করে দেশের শীর্ষ আদালত।
সোমবারের পর্যবেক্ষণ রিপোর্টের দায়িত্বে ছিলেন বিচারপতি সঞ্জয় কিশান। তবে আদালতের পর্যবেক্ষণ রিপোর্টে শাহিনবাগের আন্দোলনের ক্ষেত্রে ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সংশোধিত নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক বলে উল্লেখ করে শাহিনবাগে আন্দোলন শুরু করেন এলাকার বাসিন্দারা। আন্দোলনে যোগ দিয়েছিলেন পড়ুয়ারাও। আন্দোলনের জেরে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছে বিজেপি।

No comments