Header Ads

এবার সংরক্ষণ প্রসঙ্গে উত্তাল লোকসভা!

নজরবন্দি ব্যুরো: পদোন্নতির ক্ষেত্রে তফশিলি জাতি-উপজাতির সংরক্ষণ নিয়ে সু্প্রিম কোর্টের রায় নিয়ে বিতর্ক গোটা দেশ জুড়ে। এবার এই সংরক্ষণ ইস্যুতে সোমবার তুমুল হই হট্টগোল হল লোকসভায়।
প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরই কংগ্রেসের অধীর চৌধুরী এই প্রসঙ্গ তোলেন। তাঁর সঙ্গে গলা মেলান ডিএমকের সাংসদরা। সরকারের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রী থেবরচাঁদ গেহলত সভায় বিবৃতি দেবেন। শীর্ষ আদালত জানিয়েছে, সরকারি চাকরিতে তফশিলিদের প্রমোশনের ক্ষেত্রে কোনও মৌলিক অধিকার নেই। তারই প্রতিবাদ করেন বিরোধী সাংসদরা।
কংগ্রেসের রাহুল গান্ধী বলেন, বিজেপি এবং আরএসএসের আদর্শই সংরক্ষণ বিরোধী। তাই ওরা সংরক্ষণই তুলে দিতে চায়। মোদী, ভাগবতরা যতই চেষ্টা করুক, তফশিলি জাতি-উপজাতি, ওবিসি, দলিতদের সংরক্ষণ থাকবেই। সোমবারই সুপ্রিম কোর্ট তফশিলি জাতি-উপজাতি আইনের সংশোধনী নিয়ে আবেদন খারিজ করে দিয়েছে।  কোর্ট জানিয়েছে, তফশিলিদের ওপর অত্যাচারের ক্ষেত্রে কোনও আগাম জামিন দেওয়া যাবে না। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.