গ্রেফতার মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত হালারি মুসা, উদ্ধার পাকিস্তানি পাসপোর্ট
নজরবন্দি ব্যুরোঃ সালটা ১৯৯৩, লাগাতার বিস্ফোরণ মুম্বইতে। সেই বিস্ফোরণের ভয়াবহ স্মৃতি এখনও অমলিন। ধারাবাহিক বোমা বিস্ফোরণে প্রায় ২৬০ জন প্রাণ হারিয়েছিলেন। গুরুতর জখম হয়েছিলেন ৭০০র বেশি মানুষ। আর সেই ধারাবাহিক বোমা বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত জঙ্গি মুনাফ হালারি মুসা এতদিন ধরে পলাতক ছিল।
শুধু মুম্বই বিস্ফোরণই নয় দেড় হাজার কোটির মাদক পাচারের মামলাও রয়েছে মুসার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে তাকে হন্যে হয়ে খুঁজছিল অপরাধ দমন শাখার আধিকারিকরা। সোমবার বিদেশ থেকে উড়ে এসে মুম্বই বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই মুসাকে গ্রেফতার করে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা(এটিএস)। এদিন গুজরাট পুলিশের অপরাধ দমন শাখা ধৃত মুসার কাছ থেকে উদ্ধার করেছে পাকিস্তানি পাসপোর্ট।
পুলিশ সুত্রে খবর এদিন মুসা নাইরোবি থেকে ফিরেছিল। মুম্বই হামলার অন্যতম চক্রি পলাতক দাউদ ইব্রাহিমের সঙ্গে মুসার যোগাযোগ রয়েছে বলে অদন্তকারী আধিকারিকদের অনুমান। ধৃত মুসাকে জেরা করে দাউদের ব্যাপারে জানার চেষ্টা চালাচ্ছে অপরাধ দমন বিভাগ।
শুধু মুম্বই বিস্ফোরণই নয় দেড় হাজার কোটির মাদক পাচারের মামলাও রয়েছে মুসার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে তাকে হন্যে হয়ে খুঁজছিল অপরাধ দমন শাখার আধিকারিকরা। সোমবার বিদেশ থেকে উড়ে এসে মুম্বই বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই মুসাকে গ্রেফতার করে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা(এটিএস)। এদিন গুজরাট পুলিশের অপরাধ দমন শাখা ধৃত মুসার কাছ থেকে উদ্ধার করেছে পাকিস্তানি পাসপোর্ট।

No comments