Header Ads

অরাজনৈতিক অনুষ্ঠানে রাজ্যের বিরুদ্ধে সমালোচনার সুর চড়ালেন রাজ্যপাল

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য বিস্ফোরকের আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে মন্তব্য রাজ্যপালের। এই মন্তব্যের জেরে ফের একবার রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত প্রকাশ্যে এলো। রাজ্য বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখা নিয়ে জটিলতা তৈরী হয়েছিল পুর্বেই। সেই জটিলতা মিটতে না মিটতেই নতুন সংঘাতের সৃষ্টি।
রবিবার বারাসতের গঙ্গানগরে একটি অনুষ্ঠানে রাজ্যকে বিস্ফোরকের আঁতুড়ঘরে বলেন রাজ্যপাল। তাঁর এই মন্তব্যকে ভাল চোখে দেখছে না রাজ্য সরকার। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সাক্ষাৎ ও কথাবার্তা শুনে মনে করা হচ্ছিল তাঁদের মধ্যে সংঘাতের অবসান ঘটেছে। কিন্তু তা সম্ভব হয়নি, বরং নতুন জটিলতার সৃষ্টি হল জগদীপ ধনকড়।
রবিবার উত্তর ২৪ পরগনার বারাসতের গঙ্গানগরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে রাজ্যপাল বলেন, রাজ্যকে সন্ত্রাসের আঁতুড়ঘর বানাতে দেওয়া যাবে না। এই পরিবেশে ভোট হবে কি করে? এই বাংলা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের বাংলা। আর সেই বাংলাতেই দিনে দিনে বাড়ছে সন্ত্রাস। পশ্চিমবঙ্গে সন্ত্রাস বাড়তে দেওয়া যাবে না।
রাজ্যপালের এই মন্তব্যে যথেষ্ট বিরক্ত হয়েছেন মমতা বন্ধ্যোপাধ্যায় এবং তাঁর দল। রাজনৈতীক মহলে প্রশ্ন উঠছে, রাজ্যপাল এতোদিন পরে বুঝলেন রাজ্য দিনে দিনে বিস্ফোরকের আঁতুড়ঘরে হয়ে উঠছে। রাজ্যে নৈহাটি ও খাগড়াগড়ের মতো বিস্ফোরকের ঘটনা আগেও ঘটেছে। তা সত্ত্বেও তিনি আগে কেন বোঝেননি এই বিষয়ে। এছারাও রাজনৈতীক মহলের দাবী বাজেট অধিবেশনের প্রারম্ভিক সভায় রাজ্যপালকে নিজের মত করে বক্তব্য রাখতে না পারায় বারাসাতের অনুষ্ঠানে রাজ্যের বিরুদ্ধে সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.