Header Ads

ছাত্রীকে পরীক্ষাতে বসতে বাধা, প্রধান শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিল আদালত

নজরবন্দি ব্যুরো: এক স্কুল ছাত্রীকে মাধ্যমিকে বসতে বাধা দেবার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগের জেরে প্রধান শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আদালত আগেই নির্দেশ দিয়েছে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীকে বসানোর। কিন্তু তা হয়নি। হাইকোর্টের নির্দেশ পেয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক তিনবার প্রধান শিক্ষককে উদ্যোগ নিতে বলেছেন। তবু প্রধান শিক্ষক এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয় নি। প্রধান শিক্ষকের যুক্তি, নবম শ্রেণীতে ছাত্রী অনেক কম ক্লাস করেছে। কম শতাংশের উপস্থিতি, তাই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীর নাম বিবেচনা করা যাবে না। এই ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের বালিবেলা হাই স্কুলে। ছাত্রীর নাম তিয়াসা চট্টোপাধ্যায়। ছাত্রী ব্যতিক্রমী পরিস্থিতির শিকার বলে পর্যবেক্ষণ আদালতের। মাধ্যমিক পর্ষদকে ১১ ফেব্রুয়ারি হাতেহাতে ছাত্রীকে অ্যাডমিট কার্ড দেওয়ার নির্দেশ দেয়।
প্রথমবারের মামলার নির্দেশ মেনে, ২৩, ৩০ ডিসেম্বর ২০১৯ এবং ৩ জানুয়ারি ২০২০ মোট তিনবার জেলা স্কুল পরিদর্শক প্রধান শিক্ষককে চিঠি দিয়ে জানিয়েছে মাধ্যমিকের পরীক্ষায় বসার ব্যবস্থা করতে ছাত্রীটির। কিন্তু সেই নির্দেশ শোনা হয় নি।
প্রধানশিক্ষক ছাত্রীকে মাধ্যমিকের বসার কোনও ব্যবস্থা তো করেইনি, পাশাপাশি জেলা  স্কুল পরিদর্শকের চিঠির কোনও জবাব দেয়নি। কলকাতা হাইকোর্টের ফের মামলা করেন ছাত্রীর মা। বিচারপতি শেখর ববি শরাফ এমন ঘটনা জেনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আদালতে। ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এমন খেলার জন্য তীব্র সমালোচনা করেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.