Header Ads

আজ বিধানসভায় বাজেট পেশ, তাকিয়ে শিক্ষক থেকে সরকারি কর্মচারীরা

নজরবন্দি ব্যুরো: আজ দুপুর দু’টোয় রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। দেশজুড়ে চলছে আর্থিক মন্দার পরিস্থিতি। তার পরেও বাংলায় জিডিপির অগ্রগতিকে হাতিয়ার করে কি ভাবে উন্নয়নের পথে চলেছেন মুখ্যমন্ত্রী, সেই বিষয়টিকেই তুলে ধরা হবে বাজেটে। ২০২১ বিধানসভা নির্বাচনের দিকে খেয়াল রেখেই হবে রাজ্যের বাজেট অধিবেশন।
জনমুখী প্রকল্প ও স্লোগানকে সামনে রেখেই রাজ্য-বাসীকে দেখান হবে নতুন দিশা। রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পভিত্তিক উন্নয়নে সাফল্য পেয়েছে, যেমন কন্যাশ্রী থেকে সবুজসাথী, রূপশ্রী থেকে সমব্যথীর মতো প্রায় পঞ্চাশটি প্রকল্পের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়েছে, এবার সেই সমস্ত প্রকল্প গুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হবে বাজেটে। এর থেকে পরিষ্কার সামাজিক প্রকল্পের উপরে আরও জোড় দিতে চলেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
নানান রকমের সংঘাতের ফলে তলানিতে পৌঁছেছে কেন্দ্রীয় বরাদ্দও। তার পরেও রাজ্য চলছে ও উন্নতি হচ্ছে কিভাবে তা বলা হবে বাজেটে। বাজেট পেশের আগেই অর্থবিল রাজভবনে পাঠিয়ে তার অনুমোদন নিয়ে আসা হয়েছে। অর্থমন্ত্রী নিজেই যান রাজভবনে। সে ক্ষেত্রেও অনিয়ম আছে বলে রাজ্যপালের মন্তব্য।
রাজ্যপাল জানিয়েছেন, কাগজ ছাড়াই অর্থ বিল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল, সেটি অনিয়ম। অর্থমন্ত্রী নিজে রাজভবনে যান এবং বিল অনুমোদনের অনুরোধ করেন। রাজ্যপাল তাতে রাজি হন নি। তিনি জানিয়ে দিয়েছিলেন, কাগজ না দেখে বিলে তিনি অনুমোদন দেবেন না। অবশেষে দপ্তরের সচিব কাগজ নিয়ে তাঁকে দেখালে তিনি অনুমোদন দিয়ে দেন।কিন্তু তিনি জানান, সংবিধানের মধ্যে থেকে রুল বুক মেনে চলতেই হয়। রাজ্যপাল ও সরকার দুইজনকেই একই রকম ভাবে এক সাথে চলতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.