Header Ads

অস্কার ২০২০, বিজয়ী তালিকা

নজরবন্দি ব্যুরো:৯২ তম অস্কারের মঞ্চে কী হল ?আসুন জেনে নেওয়া যাক। অস্কারের মঞ্চে সেরা ছবি শিরপা জিতে নিলো ছবি কোরিয়ান ছবি 'প্যারাসাইট'। সেরা পরিচালক ও চিত্রনাট্যের জন্য পুরস্কার পেল ছবি 'বন জং হু'। এছাড়া 'বন জং হু' ছবিটি সেরা বিদেশি ছবির তকমাও জিতে নিয়েছে। এর পাশাপাশি অস্কারে 'জোকার' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন 'জোয়াকিন ফিনিক্স'।

 সারা সহ অভিনেতার পুরস্কার পেলেন ব্র্যাড পিট, 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের' এর জন্য তিনি সহ অভিনেতার পুরস্কার পেলেন। 'টয় স্টোরি ৪' ছবিটি বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম এর শিরোপা পায়। 'হেয়ার লাভ' ছবিটি মনোনীত হয়েছে বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম হিসেবে। বেস্ট এডিটিং এর পুরস্কার পেয়েছে 'ফর্ড ভি ফেরারি'।'রজার ডেকিন্স, ১৯১৭' পুরস্কার পেয়েছে বেস্ট সিনেমাটোগ্রাফি হিসেবে। বেস্ট সাউন্ড মিক্সিং এর জন্য পেয়েছে '১৯১৭'। 'ফোর্ড ভি ফেরারি' জিতে নিয়েছে সেরা বেস্ট সাউন্ড এডিটিং এর পুরস্কার। সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন 'লরা ড্রেন',ছবি মেরেজ স্টোরির জন্য তিনি এই পুরস্কার পেলেন। অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান 'রেনে জেলওয়েগার'। ছবি 'জুডির' এর জন্য এই পুরস্কার পেলেন তিনি। সেরা গান নির্বাচিত হল 'রকেটম্যান' এর 'আই অ্যাম গন আ লভ মি আগেইন'।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.