Header Ads

পুরসভার আসন সংরক্ষণের বিষয়, তালিকা প্রকাশ হবে আজ

নজরবন্দি ব্যুরো: সামনের কলকাতা পুরসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে আজ পুরসভা-সহ রাজ্যের ৯২টি পুরসভায় আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি আরও কয়েকটি কর্পোরেশনের সংরক্ষণের তালিকাও আজ প্রকাশ হবে। জেলাশাসকের কার্যালয়ে ও সংশ্লিষ্ট পুরসভায় আসন সংরক্ষণের এই তালিকা দুপুরের মধ্যেই প্রকাশ করা হবে। কলকাতা পুরসভা আসন সংরক্ষণ নিয়ে বিতর্ক আছে। যদিও এই সংরক্ষণ চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের।
গত ১৭ জানুয়ারি এইসব পুরসভার সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। নিয়ম মেনেই পুরসভার আসন বা ওয়ার্ড মহিলা, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, এবারের সংরক্ষণ নিয়ে আপত্তি জানানোর সময় দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের ৩১তারিখ পর্যন্ত। সমস্ত রাজনৈতিক দোলের বক্তব্য শোনার পর জেলাশাসকরা আপত্তিগুলির নিষ্পত্তি করেছেন। এই ওয়ার্ড সংরক্ষণের চূড়ান্ত তালিকার ভিত্তিতেই পুরসভাগুলিতে নির্বাচন হবে। যে খসড়া সংরক্ষণের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ওই তালিকাতে বিভিন্ন পুরসভা মিলিয়ে মোট ৩১ জন মেয়র ও চেয়ারম্যানের ওয়ার্ড সংরক্ষিত হয়ে গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.