এবার নায়ক হচ্ছেন হরভজন
নজরবন্দি ব্যুরোঃ বল হাতে তিনি বিপক্ষের ত্রাস হিসেবে বার বার উঠে এসেছেন। জাতীয় দলে এই মুহূর্তে তিনি নেই। নিয়ম করে খেলছেন আইপিএল, তিনি হারভজন সিং। বা সবার প্রিয় ভাজ্জি। এবার ভাজ্জি ক্রিকেট মাঠ ছেড়ে লাইত,ক্যামেরা, অ্যাকসানের দুনিয়াতে।
হা এবার সিনেমা করছেন হারভজন।তাঁর সিনেমার নাম “ফ্রেন্ডশিপ”। এই বছরেই মুক্তি পাবে ছবিটি।তবে এই সিনেমার গল্প নিয়ে আপাতত কিছু জানা যায়নি।
হা এবার সিনেমা করছেন হারভজন।তাঁর সিনেমার নাম “ফ্রেন্ডশিপ”। এই বছরেই মুক্তি পাবে ছবিটি।তবে এই সিনেমার গল্প নিয়ে আপাতত কিছু জানা যায়নি।

No comments