এনআরসি-র বিরুদ্ধে ফের প্রতিবাদ মিছিলে সামিল হলেন রাজ্যের শিক্ষকরা।
নজরবন্দি ব্যুরো: এনআরসি-র বিরুদ্ধে গোটা দেশ উত্তাল। বিভিন্ন রাজ্যে প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ মানুষ। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন এতোটা তীব্র আকার নিয়েছে যে তাতে কেন্দ্রের সরকারকে বার বার সমস্যায় পড়তে হয়েছে। প্রধানমন্ত্রীকে পর্যন্ত এই প্রতিবাদ আন্দোলন নিয়ে মন্তব্য করতে হয়েছে বার বার। যদিও তাতে এই আইনের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ আন্দোলন থামেনি।
রাজনৈতিক সংগঠনের পাশাপাশি এই রাজ্যেও এই আন্দোলনে নেমেছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন। আজ শিলিগুড়িতে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে এনআরসি এবং ক্যাবের বিপক্ষে এক প্রতিবাদ মিছিল করে। শিক্ষকদের ওই মিছিল জেলাশাসকের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেয়। দাবিপত্র অবিলম্বে পশ্চিমবঙ্গে এনআরসি এবং ক্যাবে উঠিয়ে দেবার দাবী জানান হয়।
এর পাশাপাশি কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধেও প্রতিবাদ জানান তাঁরা। এই মিছিলে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ছাড়াও আরও চারটি শিক্ষক সংগঠন অংশগ্রহণ করে। এই একই ইস্যুতে বহরমপুরে আগামী কাল ফের মিছিল করবে এই সংগঠন।
রাজনৈতিক সংগঠনের পাশাপাশি এই রাজ্যেও এই আন্দোলনে নেমেছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন। আজ শিলিগুড়িতে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে এনআরসি এবং ক্যাবের বিপক্ষে এক প্রতিবাদ মিছিল করে। শিক্ষকদের ওই মিছিল জেলাশাসকের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেয়। দাবিপত্র অবিলম্বে পশ্চিমবঙ্গে এনআরসি এবং ক্যাবে উঠিয়ে দেবার দাবী জানান হয়।

No comments