Header Ads

যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর ছেলে। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর পুত্র সৌম্য সৃজন দাশগুপ্তর বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের এক প্রাক্তনী। এবং তাঁকে সাপোর্ট করে ওই কলেজের আরও দুই প্রাক্তনী।

সৌম্য সৃজন দাশগুপ্তর বিরুদ্ধে ওই প্রাক্তনীদের অভিযোগ, ২০১৭ সালে কলেজে প্রথম বছরে পড়ার সময়তেই সৌম্য তাঁর শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করেন।
কে বানালেন ক্যাটরিনা কে 'স্বচ্ছভারত' অভিযানের অ্যাম্বাসাডার?
 শুধু তাই নয়, তাঁর মত আরও চারজন ছাত্রীর সাথে সৌম্য এই একই আচরন করেছেন।
সাংসদ পুত্রের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্তার অভিযোগ আসার পরেই রীতিমত শোরগোল শুরুর হয়েছে রাজনৈতীক মহলে। এই ঘটনার পরে ওই ছাত্রীর পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু সৌম্য সৃজন দাশগুপ্তকে নিয়ে আলোচনা জারি রয়েছে। কয়েকদিন আগেই শান্তিনিকেতনের অনুষ্ঠানে পড়ুয়াদের প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত-কে। আর তারপরেই তাঁর ছেলের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ। অস্বস্তিতে বিজেপি সাংসদ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.