কে বানালেন ক্যাটরিনা কে 'স্বচ্ছভারত' অভিযানের অ্যাম্বাসাডার?
নজরবন্দি ব্যুরো : বলিউডের ব্যস্ততম অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বেশ কয়েকদিন আগেই জোয়া আখতারের বাড়িতে দেখা গেছিল ক্যাটরিনা কে। তখন থেকে বলিউডে জোড় গুঞ্জন জোয়ার পরবর্তী ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কে। যদিও সে বিষয়ে এখনো তাঁরা কেউ মুখ খোলেননি।
তবে বর্তমানে ক্যাটরিনা তাঁর নতুন ছবি 'সুরিয়াবংশি'র কাজ নিয়ে ব্যস্ত। সুরিয়াবংশি'র সেটেই ক্যাটকে দেখা গেল সাদা রঙের পোশাক পরে হাতে ঝাঁটা নিয়ে ফ্লোর পরিষ্কার করতে। আসলে ফ্লোর নোংরা ছিল বলে তিনি নিজেই ঝাড়ু নিয়ে ফ্লোর পরিস্কার করতে শুরু করে দেন। তাঁর এই ঝাঁটা নিয়ে ফ্লোর পরিষ্কার করার ভিডিও তোলেন অভিনেতা অক্ষয় কুমার।
আর সাথে সাথে অক্ষয় এই ভিডিওটি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন। এবং ভিডিওটি দিয়ে অক্ষয় লেখেন স্বচ্ছভারত অভিযানের নতুন অ্যাম্বাসাডার। অক্ষয় মজা করেই তোলেন ক্যাটরিনার এই ভিডিও।ক্যাটরিনার ঝাড়ু হাতে ফ্লোর পরিস্কারের ভিডিওটি দেখার জন্য নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B8GdTqJHUhN/?utm_source=ig_embed
তবে বর্তমানে ক্যাটরিনা তাঁর নতুন ছবি 'সুরিয়াবংশি'র কাজ নিয়ে ব্যস্ত। সুরিয়াবংশি'র সেটেই ক্যাটকে দেখা গেল সাদা রঙের পোশাক পরে হাতে ঝাঁটা নিয়ে ফ্লোর পরিষ্কার করতে। আসলে ফ্লোর নোংরা ছিল বলে তিনি নিজেই ঝাড়ু নিয়ে ফ্লোর পরিস্কার করতে শুরু করে দেন। তাঁর এই ঝাঁটা নিয়ে ফ্লোর পরিষ্কার করার ভিডিও তোলেন অভিনেতা অক্ষয় কুমার।
https://www.instagram.com/p/B8GdTqJHUhN/?utm_source=ig_embed

No comments