Header Ads

তৃণমূলের পর এবার কোন দলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রশান্ত কিশোর? জেনে নিন

নজরবন্দি ব্যুরোঃ ভোট যুদ্ধ জয়ের কৌশল নিয়ে আগেই একাধিক রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছে প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক। ভোটের বিতরণী পার হতে পিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে দেখা গিয়েছে হেভিওয়েট নেতানেত্রীদের। এবার স্ট্র্যাটেজি মেকার হিসাবে প্রশান্ত কিশোর কাজ করতে চলেছন তামিলনাড়ুর নেতা এমকে স্ট্যালিনের সঙ্গে। এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন রাজ্যের ডিএমকে দল গত এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় নেই।
এখন রাজ্যের ক্ষমতায় রয়েছে এআইডিএমকে দল। তাই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতায় আসতে উঠেপড়ে লেগেছে ডিএমকে। তাই এবার প্রশান্ত কিশোরের পরামর্শ নিয়েই ভোটের যুদ্ধে নামতে চলেছেন এমকে স্ট্যালিন। প্রশান্ত কিশোরের টিমের সঙ্গে হওয়া চুক্তির কথা টুইট করে প্রকাশ্যে আনেন স্ট্যালিন। আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে কাজ করেছে পিকের টিম।
আপ সুপ্রিমো কেজরিওয়ালের রাজনৈতিক পরামর্শে ছিলেন প্রশান্ত কিশোর। নিতীশ কুমারের সঙ্গে গাঁটছড়া থাকলেও সিএএ-এর বিরুদ্ধাচারন করায় তাঁকে বহিষ্কার করা হয়। তবে এবার নতুন করে ডিএমকের হয়ে দায়িত্ব নেওয়ায় তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে পিকে ম্যাজিক কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.