আমাজনের কর্তার বিরুদ্ধে মানহানির অভিযোগ
নজরবন্দি ব্যুরো : আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিরুদ্ধে উঠলো মানহানির মামলা। তাঁর বিরুদ্ধে মামলা করলেন তারই প্রেমিকার ভাই। এক বিদেশী প্রথম সারির পত্রিকার কাছে জেফ বেজোসেরের প্রেমিকার ভাই মাইকেল সানচেজ ও তাঁর প্রেমিকার অন্তরঙ্গ মেসেজ এবং ছবি প্রকাশ করেছিলেন ,এমনি অভিযোগ করেন জেফ বেজোস।
এইবার সেই অভিযোগ নিয়েই পাল্টা আমাজন কর্তার বিরুদ্ধে মানহানির মামলা করেন তারই প্রেমিকার ভাই মাইকেল সানচেজ।২০১৯ সালে এই বিদেশী প্রথম সারির পত্রিকার জেফ বেজোসের সঙ্গে লরেন সানচেজের বিবাহ বহির্ভুত সম্পর্কের কথা বলেন। এছাড়া তাঁদের একাধিক অন্তরঙ্গ ছবি এবং টেক্সট প্রকাশ করেন। জেফ বেজোস অভিযোগ করেন তাঁর প্রেমিকার ভাই এই সব ফাঁস করেন। এছাড়া মাইকেলের বিরুদ্ধে ও অভিযোগ উঠেছে তিনি বিদেশী প্রথম সারির পত্রিকার কাছ থেকে ৪২ লাখ ৯২ হাজার নিয়েছেন। এছাড়া বেজোস ওই বিদেশী প্রথম সারির পত্রিকার বিরুদ্ধে অভিযোগ করছেন তাঁরা নাকি বেজোস কে ব্যাকমেল করছে ও মোটা টাকা দাবী করছে।
কিন্তু প্রেমিকার ভাই মাইকেল কিন্তু বারবার এই অভিযোগ কে অস্বীকার করেছেন। মাইকেল জানিয়েছেন, বেজোস তাঁর বিরুদ্ধে অভিযোগেরব কারণে এসবিআই হানা দিয়েছে মাইকেলের বাড়িতে। এর ফলে তাকে চরম হেন্থার স্বীকার হতে হয়েছে।সে কারণেই মাইকেল বেজোসের বিরুদ্ধে মানহানির মামলা করেছে।
এইবার সেই অভিযোগ নিয়েই পাল্টা আমাজন কর্তার বিরুদ্ধে মানহানির মামলা করেন তারই প্রেমিকার ভাই মাইকেল সানচেজ।২০১৯ সালে এই বিদেশী প্রথম সারির পত্রিকার জেফ বেজোসের সঙ্গে লরেন সানচেজের বিবাহ বহির্ভুত সম্পর্কের কথা বলেন। এছাড়া তাঁদের একাধিক অন্তরঙ্গ ছবি এবং টেক্সট প্রকাশ করেন। জেফ বেজোস অভিযোগ করেন তাঁর প্রেমিকার ভাই এই সব ফাঁস করেন। এছাড়া মাইকেলের বিরুদ্ধে ও অভিযোগ উঠেছে তিনি বিদেশী প্রথম সারির পত্রিকার কাছ থেকে ৪২ লাখ ৯২ হাজার নিয়েছেন। এছাড়া বেজোস ওই বিদেশী প্রথম সারির পত্রিকার বিরুদ্ধে অভিযোগ করছেন তাঁরা নাকি বেজোস কে ব্যাকমেল করছে ও মোটা টাকা দাবী করছে।

No comments