অবশেষে শূণ্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, শিলমোহর মন্ত্রীসভায়!
নজরবন্দি ব্যুরো: এদিন নবান্নে ছিল রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠক থেকে শূন্য পদে কর্মসংস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্যে খুব দ্রুত বেশকিছু শূন্য পদে নিয়োগ করবে রাজ্য সরকার। পরিবহন, কলকাতা পুরসভা, দুর্গাপুর পুরসভায় কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
এছাড়া রাজ্য মন্ত্রীসভায় পাশ করানো হল নিজেদের জেলাতেই এবার শিক্ষকদের চাকরির সিদ্ধান্ত। দিন-কয়েক আগে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই সোমবার ক্যাবিনেটে পাশ করানো হল।
সম্প্রতি মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়ে ছিলেন, সরস্বতী পুজো হল শিক্ষকদের শ্রদ্ধা জানাবার উপযুক্ত সময়। তাই সরকার নতুন এই নিয়ম চালু করে শিক্ষকদের স্রদ্ধাজ্ঞাপন করেছে। শিক্ষকরা দেশকে এগিয়ে নিয়ে যেতে সবসময় সাহায্য করেন। কিন্তু চাকরির কারণে বছরের পর বছর তাঁদের বাড়ির বাইরে থাকতে হয়। এতে তাঁরা মানসিকভাবে খুশি হতে পারেন না। যারা দেশের ভবিষ্যৎ তৈরি করে তারাই যদি কষ্টে থাকে, তাহলে কি করে তাঁরা নিজেদের কাজে গুরুত্ব দেবে। তাই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

No comments