Header Ads

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত 'ভূমি' ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়

নজরবন্দি ব্যুরো : এইবার বাংলার গায়ন দুর্ঘটনার কবলে। গাড়ি দুর্ঘটনায় আহত 'ভূমি' ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়। সোমবার দুপুরে নিকো পার্কের সামনলেই ঘটে এই দুর্ঘটনা।
 বিধাননগর পুলিশে জানান, হঠাৎ ই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি এসে ধাক্কা মারে সৌমিত্রের গাড়িতে। সেই সময়ে গাড়িতে একই ছিলেন সৌমিত্র। এই ঘটনায় আহত হন তিনি।
তাঁর বুকে বেশ চোট লেগেছে। এছাড়া ডান পায়ের অবস্থাও খুব খারাপ। বুকের এক্স রে করা হয়েছে আর ইনজেকশন ও দেওয়া হয়েছে। এই ঘটনাটি যখন ঘটে তখন ওই রাস্তাতে কল্যাণ সেন বরাট ও ছিলেন। তিনিই গাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায় সৌমিত্র রায় কে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.