Header Ads

শিক্ষিকার ওপর নৃশংস বর্বরতা তৃণমূল নেতার; গ্রেফতার ২ পলাতক ৩! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ যেন আরবের ঘটনা; গত শুক্রবার এমনই পৈশাচিক দৃশ্যের সম্মুখিন হতে হয়েছে দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুর কে। অনৈতিক জমি দখল করার বিরুদ্ধে প্রতিবাদ করার অপরাধে দুজন মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে যাওয়া হচ্ছে টেনে! এমন বর্বরতা পশ্চিমবঙ্গ আগে দেখেছে কিনা সন্দেহ আছে।
দুই মহিলা স্মৃতিকণা দাস এবং তাঁর বোনের সাথে শাসক দলের নেতার এইরূপ আচরণ প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের নারী সুরক্ষার বিষয়ে।
যে দল রাজ্যের ক্ষমতায় সেই দলের নেতাই যদি এমন কাণ্ড ঘটান তাহলে মানুষের নিরাপত্তা যাবে কোথায়? এই ঘটনা প্রাথমিক ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও তা চেপে রাখতে পারেন নি তৃণমূল নেতারা। এই খবর সম্প্রচারিত হওয়ার পর চাপের মুখে পড়ে অভিযুক্ত তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকার কে সাসপেন্ড করেছে তৃণমূল। যদিও অদ্ভুত ভাবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি এখনও।
পেশায় শিক্ষকা স্মৃতিকনা ও তাঁর বোন মোট ৫ জনের নামে অভিযোগ দায়ের করলেও ২ জন বাদ দিয়ে বাকিরা 'পলাতক'!
যে দুজন কে পুলিশ গ্রেফতার করেছে তারা হলেন গোবিন্দ সরকার এবং তপন শীল। স্মৃতিকনা দাস জানিয়েছেন, "রাস্তা তৈরি হবে বলে ১২ ফুট যায়গা নেওয়া হবে বলেছিল, আমি আপত্তি করিনি। কিন্তু যখন যায়গা নেওয়া হচ্ছে দেখলাম তা ২৪ ফুটেরও বেশি তাই প্রতিবাদ করি। তাই আমার ওপর এভাবে অত্যাচার করা হল।"  তিনি যথেষ্ট ভয়ে দিন কাটাচ্ছেন কারন তাকে শাসাচ্ছে শাসক দলের নেতারা বলেও জানিয়েছেন স্মৃতিকনা দাস।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বিষয়টি কে লোকসভায় তুলবেন বলে জানিয়েছেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.