প্রেমে পড়েছেন বিরাটের হেডস্যার,পাত্রী কে জানেন ?
নজরবন্দি ব্যুরো : প্রেমে পড়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। শুধু প্রেমে পড়াতেই থেমে থাকেননি তিনি প্রেম ও করছেন তিনি। এমন কী তিনি ২ বছর ধরো প্রেম করছেন। বেশ অনেক বছর ধরে রবি ও তাঁর স্ত্রী আলাদা রয়েছেন। জানা যাচ্ছে রবি ও তাঁর স্ত্রী আলাদা থাকাকালীনই রবি প্রেমে পড়েন সেই মহিলার।আর সেই মহিলা হলেন অভিনেত্রী নিমরত কৌর।
গত বছরই নিমরত আর রবির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তবে থেকেই জোর গুঞ্জন শুরু হয়। নিমরত অক্ষয় কুমারের সাথে 'এয়ারলিফ্ট' নাম একটি বলিউড ছবিতে অভিনয় করেছেন। 'দ্য টেস্ট কেস' নামে একটি ওয়েব সিরিজে ও তিনি অভিনয় করেছেন। এছাড়া নিমরত আমেরিকার দুটি সিরিজ হোমল্যান্ড', ও 'ওয়েওয়ার্ড পিনেস' এ অভিনয় করেছেন। তাঁদের দুজনের বয়স নিয়ে চলছে জোর জল্পনা, কারণ নিমরতের বয়স ৩৭ ,অন্যদিকে রবির বয়স ৫৭। দুজনের বয়সের পার্থক্য ২০ বছর। কিন্তু নিমরত এই সম্পর্কে মিথ্যে বলে উড়িয়ে দেন। তাছাড়া নিমরত তাঁর ব্যাক্তিগত জীবন কে গোপন রাখতে পছন্দ করেন।
অন্য দিকে রবি শাস্ত্রী কিন্তু এর আগেও বলিউডের এক অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন। আশির দশকে অভিনেত্রী অমৃতা সিং এর সাথে ডেট করতেন রবি শাস্ত্রী। তবে সে সম্পর্ক টেকেনি বেশি দিন। তবে রবি শাস্ত্রী আর নিমরত কৌরের সম্পর্কের সত্যতা কতটা সেটাই দেখার বিষয়। কারন দুজনেই মুখ খুলতে নারাজ।
গত বছরই নিমরত আর রবির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তবে থেকেই জোর গুঞ্জন শুরু হয়। নিমরত অক্ষয় কুমারের সাথে 'এয়ারলিফ্ট' নাম একটি বলিউড ছবিতে অভিনয় করেছেন। 'দ্য টেস্ট কেস' নামে একটি ওয়েব সিরিজে ও তিনি অভিনয় করেছেন। এছাড়া নিমরত আমেরিকার দুটি সিরিজ হোমল্যান্ড', ও 'ওয়েওয়ার্ড পিনেস' এ অভিনয় করেছেন। তাঁদের দুজনের বয়স নিয়ে চলছে জোর জল্পনা, কারণ নিমরতের বয়স ৩৭ ,অন্যদিকে রবির বয়স ৫৭। দুজনের বয়সের পার্থক্য ২০ বছর। কিন্তু নিমরত এই সম্পর্কে মিথ্যে বলে উড়িয়ে দেন। তাছাড়া নিমরত তাঁর ব্যাক্তিগত জীবন কে গোপন রাখতে পছন্দ করেন।


No comments