একের পর এক আক্রমণের মুখে বলি অভিনেত্রী ঊর্বশী
নজরবন্দি ব্যুরো :ফিল্মফেয়ারের অনুষ্ঠানে লাল রঙের গাউন পরে ঊর্বশী রউতেলা আক্রমনের মুখে পরে নেটস্যাভিদের। আবারো অন্য এক কারণে আক্রমনের মুখে পড়লেন ঊর্বশী। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে দিল্লির মেয়েদের কটাক্ষ করেও বসলেন অভিনেত্রী ঊর্বশী।
এই ভিডিও দেখার পর ঊর্বশী কে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়। তাঁকে কটাক্ষ করে বলা হয় ভ্যালেন্টাইনস ডে-তে কি একাই রয়ে গেলেন ঊর্বশী। আরো বেশ কিছু কথা বলা হয় তাঁর বিরুদ্ধে। তবে এই সব কমেন্টের বিপরীতে ঊর্বশী কোন মন্তব্য করেননি। সম্প্রতি আবার কালো পোশাক পড়ার জন্য কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রী কে। ঊর্বশী রউতেলার ভিডিয়ো দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B8gOZn2hbm4/?utm_source=ig_embed
এই ভিডিও দেখার পর ঊর্বশী কে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়। তাঁকে কটাক্ষ করে বলা হয় ভ্যালেন্টাইনস ডে-তে কি একাই রয়ে গেলেন ঊর্বশী। আরো বেশ কিছু কথা বলা হয় তাঁর বিরুদ্ধে। তবে এই সব কমেন্টের বিপরীতে ঊর্বশী কোন মন্তব্য করেননি। সম্প্রতি আবার কালো পোশাক পড়ার জন্য কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রী কে। ঊর্বশী রউতেলার ভিডিয়ো দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B8gOZn2hbm4/?utm_source=ig_embed
No comments