ভারতের বাজারে আসতে চলেছে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ পেট্রোল-জিজেল
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বের সবচেয়ে উন্নত মানের স্বচ্ছ পেট্রোল-ডিজেল আসতে চলেছে ভারতের বাজারে। ১ এপ্রিল থেকেই ভারতের প্রায় সব জ্বালানি তেলের ডিপোতে পৌঁছে যাবে উন্নত মানের স্বচ্ছ পেট্রোল-ডিজেল। বর্তমানে ভারতের প্রায় সর্বত্রই ইউরো-৪ মানের পেট্রোল ডিজেল পাওয়া যায়। কিন্তু এবার বাজারে আসতে চলেছে ইউরো-৬ মানের পেট্রোল ডিজেল।
উন্নত মানের পেট্রোল-ডিজেলে সবসময় সালফারের মাত্রা কম থাকে। বর্তমানে ভারতে ব্যবহৃত ইউরো-৪ মানের পেট্রোলে সালফারের মাত্রা রয়েছে ৫০ পিপিএম। কিন্তু অতি উন্নতমানের ও স্বচ্ছ পেট্রোল ডিজেল ইউরো-৬তে রয়েছে মাত্র ১০ পিপিএম সালফার। দেশি জ্বালানি তেল সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে ১ লা এপ্রিল থেকেই ভারতের সর্বোত্র সরবরাহ করা হবে অতি উন্নত মানের স্বচ্ছ এই পেট্রোল ডিজেল।
২০১০ সালে ভারতে এসেছিল ইউরো-৩ মানের পেট্রোল। তারপর এসেছিল ইউর-৪ মানের পেট্রোল। কিন্তু এবার ইউরো-৬ মানের পেট্রোল আসতে চলেছে ভারতে। তবে এই স্বচ্ছ পেট্রোল-ডিজেলের দাম কি আকাশ ছোঁয়া হতে চলেছে সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি ওএসি।
উন্নত মানের পেট্রোল-ডিজেলে সবসময় সালফারের মাত্রা কম থাকে। বর্তমানে ভারতে ব্যবহৃত ইউরো-৪ মানের পেট্রোলে সালফারের মাত্রা রয়েছে ৫০ পিপিএম। কিন্তু অতি উন্নতমানের ও স্বচ্ছ পেট্রোল ডিজেল ইউরো-৬তে রয়েছে মাত্র ১০ পিপিএম সালফার। দেশি জ্বালানি তেল সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে ১ লা এপ্রিল থেকেই ভারতের সর্বোত্র সরবরাহ করা হবে অতি উন্নত মানের স্বচ্ছ এই পেট্রোল ডিজেল।
No comments