Header Ads

ওয়েলিংটন টেস্টে নামার আগে যত চর্চা প্রত্যাবর্তনকারীদের নিয়ে, প্রথম টেস্টে ঋদ্ধি না পন্থ?

নজরবন্দি ব্যুরোঃ নিউজিল্যন্ডের বিরুধে আগামী কাল থেকে টেস্ট যুদ্ধে নাবতে চলেছে ভারত। T20 সিরিজ যেটা এবং ওয়ানডে সিরিজ হারার পর দুটি টেস্টের জন্য লড়াই করবে রিরাটরা। তাই খেলতে নামার ২৪ঘন্টা আগে প্রথম একাদশ নিয়ে বিভ্রান্ত টম ম্যানেজমেন্ট। নির্দিস্ট করে বললে বলতে হয় আসল বিভ্রান্তি উইকেট কিপার নিয়ে। অর্থাৎ প্রথম একাদশে কে সুযোগ পাবেন, ঋদ্ধি না পন্থ।
এই নিয়েই শুরু নাটক। সূত্রের খবর এই ব্যপারে এগিয়ে আছেন পন্থ। কারণ বিদেশের মাটিতে পন্থের সেঞ্চুরী। ভারতিয় মাটিতে জাদেজা এবং অশ্নিন কে সামলান সহজ নয়। সেখানেই দরকার সাহার মত ধ্রুপদী উইকেট কিপারের। নিউজিল্যান্ডের পিচেসেই রকম সমস্যা হওয়ার কথা নয় এটা মনে করছেন অনেক বিশেষজ্ঞ। অপর দিকের যুক্তি টেস্টে পৃথিবীর শ্রেষ্ঠ উইকেট কিপার সুযোগ দেওয়া হবে না? তাছাড়া প্রস্থুতি ম্যাচে ঋদ্ধিও ব্যাট হাতে ৩০ রান করে নট আউট ছিলেন। কিন্তু সূত্রের খবর এখন পর্যন্ত পাল্লা ভারি পন্থের দিকেই।
যদি বড়সড় কোন অঘটন না ঘটে তা হলে আগামীকাল উইকেটের পিছনে দাঁড়াবেন এই সফরে একটি ম্যাচ না খেলা রিশাব। এবার যদি অধিনায়ক বিরাট সাত ব্যাস্টম্যানের কম্বিনেশানে না গিয়ে তাঁর প্রিয় রিদ্ধিকে মাঠে নামান তাহলে অন্য কথা। এক কথায় বলা যায় পন্থ যেমন কখনই রিদ্ধি হতে পারবেননা তেমনি রিদ্ধির পক্ষে ব্যাট হাতে পন্থের সাথে পাল্লা দেওয়াটাও কঠিন। তাই অলিখিত নিয়ম অনুযায়ী ব্যটিং প্রাধান্য যেখানে থাকবে সেখানে এগিয়ে পন্থ পিছিয়ে ঋদ্ধিমান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.