Header Ads

জিএসটি নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগলেন খোদ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী

নজরবন্দি ব্যুরোঃ আবারও বিতর্কিত মন্তব্য করে দলের জটিলতা বাড়ালেন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। আগেও একাধিকবার নিজের দল বিজেপিকে নিয়ে সমালোচনা করতে শোনা গিয়েছে সুব্রহ্মণ্যম স্বামীকে। এবার অর্থনীতি বিষয়ক একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে জিএসটি নিয়ে মুখ খুললেন তিনি। তাঁর কথায় ‘একুশ শতকের সবচেয়ে বড় পাগলামি হলো জিএসটি’।
এই ভাষাতেই কার্যত কড়া সমালোচনা করলেন কেন্দ্র সরকারকে। ভারত সরকারের পণ্য ও পরিষেবা কর নিয়ে তিনি সমালোচনা করেন। আর্থিকভাবে দেশের বার্ষিক বৃদ্ধির ১০ শতাংশ না হলে দেশ শক্তিশালী হওয়া খুব মুশকিল বলে তিনি জানিয়েছেন। আর ২০৩০-এর মধ্যে ১০ শতাংশ হারে আর্থিক বৃদ্ধি দরকার দেশের ক্ষেত্রে। এহেন মন্তব্য করে বিজেপি নেতাদের চিন্তার মধ্যে ফেলেছেন সুব্রহ্মণ্যম স্বামী।
তাঁর আরও দাবি প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে ভারতরত্ন দেওয়া হোক। প্রাক্তন এই প্রধানমন্ত্রী নিজের রাজত্বকালে বেশকিছু সংস্কারের কাজ করেছিলেন যাতে ভারতবর্ষের আর্থিক ও সামাজিক প্রেক্ষাপটের অনেকটাই অবদান রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার জিএসটি লাগু করার পর থেকে বিরোধীরা একযোগে তোপ দেগেছিলেন। এবার খোদ দলের সংসদ সদস্যের বিস্ফোরক মন্তব্যে অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবিরে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.