আপারের শুনানির দিন ফের পিছিয়ে গেল, নিয়োগ জট কাটবে কবে?
নজরবন্দি ব্যুরো: ভাল খবরের প্রত্যাশায় ছিলেন পরীক্ষার্থীরা। আজ হয়ত আপারের নিয়োগের জটিলতা কাটতে পারে। সকাল থেকে টিভির পর্দাতে নজর রেখেছিলেন এই রাজ্যের কয়েক হাজার উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থী।
আজও হল না আপারের রায় দান।
ফের পিছিয়ে গেল আপার প্রাইমারীর গুরুত্বপূর্ণ শুনানি। এদিন ছিল কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারীতে নিয়োগ নিয়ে চলতে থাকা শিক্ষক নিয়োগের শুনানি। আদালতের দিকে তাকিয়ে ছিলেন হবু পরীক্ষার্থীদের একটা বড় অংশ। আদালত সূত্রে পাওয়া খবর, এদিন শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয় নি আদালতে। আদালত জানিয়ে দেয় এই মামলার পরবর্তী শুনানির চলতি মাসের ২৫ তারিখ।
আপারের নিয়োগ নিয়ে বিতর্কটা চলে আসছে কয়েক বছর ধরে।
পুজোর ছুটির আগে আদালত কমিশনকে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয়। এর পরে কমিশন মেধাতালিকা প্রকাশ করে। এই মেধাতালিকা প্রকাশের পর থেকে বিতর্ক বহু গুনে বাড়ে। পরীক্ষার্থীদের অনেকেই অনিয়মের অভিযোগ তোলেন। এর পরে ফের আদালতে শুনানি শুরু হয়। এদিন ছিল ওই মামলার শুনানি। যদিও আদালতে জানিয়ে দিয়েছে এই মামলার পরবর্তী শুনানির দিন চলতি মাসের ২৫ তারিখ। এদিন এই মামলার শুনানি না হয়ায় হতাশ পরীক্ষার্থীরা।
আজও হল না আপারের রায় দান।
ফের পিছিয়ে গেল আপার প্রাইমারীর গুরুত্বপূর্ণ শুনানি। এদিন ছিল কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারীতে নিয়োগ নিয়ে চলতে থাকা শিক্ষক নিয়োগের শুনানি। আদালতের দিকে তাকিয়ে ছিলেন হবু পরীক্ষার্থীদের একটা বড় অংশ। আদালত সূত্রে পাওয়া খবর, এদিন শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয় নি আদালতে। আদালত জানিয়ে দেয় এই মামলার পরবর্তী শুনানির চলতি মাসের ২৫ তারিখ।
আপারের নিয়োগ নিয়ে বিতর্কটা চলে আসছে কয়েক বছর ধরে।
No comments