Header Ads

প্রয়াত তাপস পাল -পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে তাঁর শেষকৃত্য।

নজরবন্দি ব্যুরো: প্রয়াত অভিনেতাকে বিকেল সাড়ে পাঁচটায় বিমানে কলকাতায় নিয়ে আসা হবে। সেখান থেকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হবে তার নিজের বাড়িতে তারপর বুধবার সকাল ১১ টায় রবীন্দ্রসদনে নিয়ে আসা হবে। অভিনেতাকে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্রজগতের ব্যক্তিরা। তারপর কেওড়াতলা শ্মশানে তার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হবে।
 ওনার বয়স হয়েছিল ৬১ বছর। পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন স্নায়ু রোগে ভুগছিলেন, চলাফেরা কথা বলার সমস্যা ছিল।১লা ফেব্রুয়ারি মুম্বাইয়ের বান্দ্রা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন। গতকাল ফের অসুস্থ হয়ে পড়েন রাত ৩টে ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক বার্তায় লিখেছেন-" তাপস পালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি"।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.