Header Ads

বাড়ির অমতে বিধবা মহিলাকে বিয়ে, খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী

নজরবন্দি ব্যুরোঃ বাড়ির অমতে বিধবা মহিলাকে বিয়ে করে এক যুবক। পরে পরিবারের কথা মত স্ত্রীকে ছেড়ে নতুন আরেকটি বিয়ে করতে রাজি হয়ে যায় যুবক। পথের কাঁটা প্রথম স্ত্রীকে ফোন করে ডেকে এনে খুনের ফন্দি আঁটে ওই যুবক। কিন্তু পরে কোনমতে পালিয়ে বাঁচেন মহিলা। শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। পরে মহিলার স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত দীনেশ মন্ডল স্থানীয় বকুলতলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মাস ছয়েক আগে বকুলতলার বাসিন্দা বিধবা মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীনেশের। পেশায় নার্স ওই বিধবা মহিলাকে বিয়ের প্রস্তাব দেয় দীনেশ। বিয়েতে রাজিও হয়ে যান মহিলা। সেইমত দুজন কালিঘাটে গিয়ে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মেনে নেয়নি দীনেশের পরিবার। বাধ্যহয়ে দুজন গড়িয়ায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। এরমাঝে দীনেশ স্ত্রীকে রেখে রাড়িতে ফিরে আসে। পরে স্ত্রীকে ফোন করে জানায় বাড়ি থেকে তার বিয়ের ব্যবস্থা করেছে। জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। স্ত্রীকে দেখা করার জন্য রায়দিঘির বাড়িতে আসতে বলে দীনেশ। সেই মত শুক্রবার রাত ৯টা নাগাদ ওই মহিলা ট্রেনে চেপে চলে আসেন মথুরাপুর। সেখান থেকে বাসে করে রায়দিঘি আসেন। সেখানেই দীনেশ দেখা করতে আসে। এরপর দীনেশ ওই মহিলাকে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে একটি বাড়িতে আঁটকে রাখে বলে অভিযোগ। এরপর দীনেশ ও তার দুই বন্ধু মিলে মহিলাকে খুনের পরিকল্পনা করে।
দীনেশ ও তার বন্ধুদের কথাবার্তা শুনে ফেলেন মহিলা। এরপরই মহিলা ভোরের আলো ফুটতে না ফুটতে পালিয়ে আসেন। রায়দিঘি বাস স্টপেজ থেকে ডায়মন্ড হারবার গামী পণ্যবাহী গাড়িতে উঠে পড়েন। তাঁর করুন আর্তি শুনে গাড়ি চালক তাঁকে ডায়মন্ড হারবার নিয়ে আসেন। এরপর ওই মহিলা শনিবার সকালেই স্থানীয় সরিষার মহিলা সমিতির দ্বারস্থ হয়ে নিজের অবস্থা খুলে বলেন। মহিলা সমিতির সদস্যরা তাঁকে নিয়ে রায়দিঘি থানায় হাজির হন। থানায় দীনেশ মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার দীনেশ মন্ডলকে গ্রেফতার করে রায়দিঘি থানার পুলিশ। ধৃতকে এদিন ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.