Header Ads

পাহাড়ের ক্ষতি মানুষ মেনে নেবে না! সাফ জানালেন শিক্ষামন্ত্রী

নজরবন্দি ব্যুরো: পাহাড়ে শেরপা কালচারাল বোর্ড প্রতিষ্ঠা হয়েছে ৫ বছর। ওই বোর্ডের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।


বোর্ডের মাধ্যমে মানুষের উন্নয়নে কাজের পরিধি দেখার পর তিনি বললেন, 'আমরা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হল সমস্ত জনজাতিকে উন্নয়নের মধ্যে নিয়ে আসা। তাদের সার্বিক মানোন্নয়ন ঘটানো। এবং পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসা। পাহাড় হল মুখ্যমন্ত্রীর প্রাণ। জঙ্গলমহল ও পাহাড় মুখ্যমন্ত্রীর একেবারে হৃদয়ের কাছে। সেই হৃদয়কে যদি কেউ ক্ষতবিক্ষত করতে আসে, তাদের মানুষ বুঝিয়ে দেবে।
এর পাশাপাশি তিনি এনআরসি নিয়েও আক্রমণ করতে ভোলেন নি। বলেছেন, 'এখানে আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না। নাগরিকত্ব আইন দেখিয়ে লাভ হবে না। মানুষই বড়। মানুষকেই সেবা করতে হবে আগে। আমাদের সংবিধানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে। সুতরাং, সেই সমন্বয় বিঘ্নিত করার চেষ্টা যারা করবে, তারা মানুষের থেকে দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়বে।' এই সভাতে জিটিএ–‌র প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন মোর্চা সভাপতি বিনয় তামাং।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.