Header Ads

৫ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হল বিস্ফোরণে জখম শিশুর

নজরবন্দি ব্যুরোঃ ঘুটিয়ারি শরিফে বিস্ফোরণে জখম হয়ে হাসপাতালে ভর্তি ছিল এক শিশু। শনিবার রাত থেকে জুলফিকার নামে ওই শিশুর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছিল। রবিবার সকালে তার মৃত্যু হয়। একজন শিশু এখনও চিত্তরঞ্জনে ভর্তি। আরেকজন গত ১৯ তারিখ থেকে এসএসকেএমে ভর্তি। গত মঙ্গলবার ঘুটিয়ারি শরিফ রেলগেট এলাকার তিন শিশু একটি পোড়ো বাড়ির পিছনে খেলছিল। বল ভেবে খেলতে গিয়ে একটি বোমাতে আঘাত করে তারা। নিমেষেই বোমাটি ফেটে গিয়ে তিনজন গুরুতর জখম হয়। বিস্ফোরণের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ৩ শিশুকে ঝলসানো অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘুটিয়ারি শরীফ গ্রামীণ হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে জিবনতলা থানার পুলিশ আসে ঘটনাস্থলে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে বোমা এলো তা খতিয়ে দেখছে পুলিশ। যে পোড়ো বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল সেই বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জীবনতলা থানার পুলিশ। পরে এই ঘটনায় স্থানীয় যুব তৃণমূল কর্মী সাত্তার হালদার ও রেজ্জাক শেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দারা। পরে রেজ্জাককে গ্রেফতার করে জীবনতলা থানার পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.