Header Ads

মার্চেই অযোধ্যা সফরে যাচ্ছেন উদ্ধব ঠাকরে, চাপ বাড়ল বিজেপির

নজরবন্দি ব্যুরোঃ অযোধ্যায় বিতর্কিত ভূমিতে রামমন্দির তৈরির নির্দেশ পাওয়ার পরই মন্দির নির্মাণে তোড়জোড় শুরু করে বিজেপি। এই আবহেই মার্চের ৭ তারিখে রাম ভূমিতে সফর করতে চললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। অসংখ্য শিবসেনা কর্মীকে নিয়ে অযোধ্যায় যাবেন তিনি। সেখানেই রাম কে দর্শন করে একাধিক বিষয় নিয়ে রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি মহান্ত গোপাল দাসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
বিজেপির একসময়কার জোট সঙ্গী শিবসেনার উদ্ভব ঠাকরে সহ অন্যান্য নেতা অযোধ্যায় গিয়ে কোন বিস্ফোরক মন্তব্য করবেন না তো? চিন্তার মেঘ জমা হয়েছে বিজেপির কপালে। এই পরিস্থিতিতে উদ্ভব ঠাকরে রাম মন্দির নির্মাণ নিয়ে বিজেপিকে তোপ দেগে যদি কিছু বলেন, তাতে বিজেপির অস্বস্তি আরও বাড়বে। মুখ্যমন্ত্রী হিসাবে মহারাষ্ট্রের শপথ নেওয়ার পর এই প্রথম অযোধ্যা সফরে যাচ্ছেন উদ্ভব ঠাকরে।
এই সফরে শিবসেনার নেতা-কর্মীদের যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। রাম মন্দির ট্রাস্ট গড়ার খবর পাওয়ার পরই শিবসেনা সুপ্রিমো জানিয়েছিলেন রাম মন্দির তৈরিতে যে সব মানুষ প্রাণ হারিয়ে শহীদ হয়েছিলেন তাঁদের নামে স্মৃতিসৌধ তৈরি করতে হবে। তাঁর দাবি বাবরি মসজিদের একেবারে চূড়ায় উঠেছিল শিবসেনার কর্মীরাই। শহীদ হয়েছেন শিবসেনার অনেকে। তাঁর এই সফরে রাম মন্দির চত্বরে শহীদ স্মৃতি তৈরির দাবি ফের তোলেন কি না, সেটাই এখন দেখার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.