এবার মুক্তি পাবেন ওমর-মেহেবুবাঃ রাজনাথ সিং
নজরবন্দি ব্যুরো: কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে, এরকম মন্তব্য প্রায়ই করেন বিজেপি নেতারা। জম্মু-কাশ্মীরের ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বন্দিদশা থেকে দ্রুত মুক্তি দেওয়া হবে।
শনিবার এক সাক্ষাৎকারে এমন কথা জানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কাশ্মীরে আটক করে রাখা হয়েছে জম্মু-কাশ্মীরের ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বকে। তাদের মুক্তির সঙ্গে সঙ্গে স্বাভাবিক কাশ্মীরের জনজীবনে ফিরে এসে তাদেরও পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখার আবেদন করেন প্রতিরক্ষা মন্ত্রী।
৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকেই গোটা দেশে অশান্তি বাড়তে থাকে। এই অশান্তি ছড়ানোর অভিযোগে কাশ্মীরের রাজনীতিবিদদের আটক করে রাখা হয়। ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আটক করে রাখা হয়। যদিও গত বছর ৫ আগস্ট কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করা হয়। এরপর থেকেই জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পরবর্তীকালে ধীরে ধীরে কাশ্মীর স্বাভাবিক ছন্দে ফিরলে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদেরই মুক্ত করে দেওয়া হয়। তবে জনসুরক্ষা আইনের অধীনে সেপ্টেম্বর থেকেই বন্দি করে রাখা হয় ফারুক আবদুল্লাকে। খুব সম্প্রতি ওমর আবদুল্লা ও মেহেবুবা মুফতিকেও জনসুরক্ষা আইনের আওতায় বন্দি করে রাখা হয়।
এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ সিং বলেন, মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লার দ্রুত মুক্ত হওয়ার প্রার্থনা করছি। বন্দিদশা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে কাশ্মীরের সার্বিক উন্নয়নে তারা অংশ নেবেন বলেও জানান তিনি।
শনিবার এক সাক্ষাৎকারে এমন কথা জানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কাশ্মীরে আটক করে রাখা হয়েছে জম্মু-কাশ্মীরের ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বকে। তাদের মুক্তির সঙ্গে সঙ্গে স্বাভাবিক কাশ্মীরের জনজীবনে ফিরে এসে তাদেরও পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখার আবেদন করেন প্রতিরক্ষা মন্ত্রী।
৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকেই গোটা দেশে অশান্তি বাড়তে থাকে। এই অশান্তি ছড়ানোর অভিযোগে কাশ্মীরের রাজনীতিবিদদের আটক করে রাখা হয়। ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আটক করে রাখা হয়। যদিও গত বছর ৫ আগস্ট কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করা হয়। এরপর থেকেই জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ সিং বলেন, মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লার দ্রুত মুক্ত হওয়ার প্রার্থনা করছি। বন্দিদশা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে কাশ্মীরের সার্বিক উন্নয়নে তারা অংশ নেবেন বলেও জানান তিনি।

No comments