কোথায় হবে আইএসএলের ফাইনাল? কি জানালেন নীতা আম্বানি?
নজরবন্দি ব্যুরো: কোথায় বসবে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালের আসর? টুর্নামেন্ট অনেকখানি সময় গড়িয়ে গেলেও সে উত্তর কারোর জানা ছিল না। তবে এবার ফুটবলপ্রেমীদের কৌতূহল দূর করলেন খোদ নীতা আম্বানি।
আইএসএলের চেয়ারপার্সন জানিয়ে দিলেন, কোন শহরকে এবার ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। রবিবার নীতা আম্বানি জানান, এবার গোয়ায় হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আগামী ১৪ মার্চ সন্ধে সাড়ে সাতটায় এই ম্যাচ শুরু হবে।
তিনি আরও বলেন, "আইএসএল ফাইনাল আয়োজনের যোগ্যতা গোয়ারই আছে। গোয়া যে ফুটবল ভালবাসে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। আর তাই এই শহরের ফুটবলপ্রেমীদের জন্য আমরা ফাইনালকে গোয়ায় নিয়ে আসছি।" চলতি আইএসএলে ৩৯ পয়েন্ট ঝুলিতে ভরে গ্রুপ তালিকার শীর্ষে এফসি গোয়া। যার সৌজন্যে ইতিমধ্যেই ২০২১ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দল। তাই সমস্ত দিক খতিয়ে দেখে এই শহরে ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইএসএলের চেয়ারপার্সন জানিয়ে দিলেন, কোন শহরকে এবার ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। রবিবার নীতা আম্বানি জানান, এবার গোয়ায় হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আগামী ১৪ মার্চ সন্ধে সাড়ে সাতটায় এই ম্যাচ শুরু হবে।

No comments