Header Ads

জল অপচয়ে লাগাম টানতে নয়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা

নজরবন্দি ব্যুরোঃ বিজ্ঞানীরা বলছেন নিত্যদিন ভূগর্ভস্থ জল কমছে। দেশের বড় বড় শহরগুলিতে মারাত্মক রকম জল খরচ হচ্ছে। সেই আকার ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে কলকাতায়। আগামী দিনে মহানগরী কলকাতাতেও পানীয় জলের সংকট দেখা দিতে পারে। জল সংকট আটকানোর একটাই উপায়, জল অপচয়ে রাশ টানা। তাই জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এবার ভূগর্ভস্থ জল তোলার ক্ষেত্রে একাধিক নিয়ম আনতে চলেছে কলকাতা পুরসভা।
শহরে প্রতিদিন কোন কোন এলাকায় ভূগর্ভস্থ জল কমছে তা নিয়ে একটি ম্যাপ বানানো হবে। ম্যাপে তিনটি রং থাকবে লাল, কমলা ও সবুজ। ম্যাপের সবুজ রঙে চিহ্নিত করা জায়গা থেকেই কেবলমাত্র ভূগর্ভস্থ জল তোলা যাবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। তবে নিজের ইচ্ছে মত ভূগর্ভস্থ জল তুললে হবেনা, ঠিক কত পরিমাণ জল তুলতে হবে সেই পরিমাণ নির্দিষ্ট করে দেবে পুরসভা। ইতিমধ্যেই ম্যাপ তৈরীর লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরেক্টরেট- এর কাছ থেকে একাধিক বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। যা থেকে জল অপচয়ে লাগাম টানতে পারবে পুরসভা। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পাবলিক হেলথ অ্যান্ড এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন জানিয়েছিল দিল্লি, কলকাতা, মুম্বাই সহ দেশের বড় বড় দেশগুলিতে মাথাপিছু ১৫০ লিটার জলের প্রয়োজন। কিন্তু কলকাতার ক্ষেত্রে সেই মাথাপিছু জলের পরিমাণ দাঁড়িয়েছে ৬০০ লিটার। ফলত মাথায় হাত পুরসভার। তাই তড়িঘড়ি জল অপচয় লাগাম টানতে চাইছে পুরসভা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.