নেহাকে নয় অন্য কাউকে বিয়ে করছেন আদিত্য, কিন্তু কনে কে? জেনে নিন
নজরবন্দি ব্যুরোঃআদিত্যের ও নেহার বিয়ে নিয়ে জল্পনা হয়েছিল। সবাই ভেবেই বসেছিলেন যে এ বছর তাঁরা গাঁটছড়া বেঁধে ফেলবেন। কিন্তু ভক্তদের মন ভেঙে দিয়ে অবশেষে তারা ঘোষণা করে দিলেন পুরোটাই ছিল শোয়ের টিআরপি জন্য।তবে আদিত্য এবছরই বিয়ে করছেন কিন্তু নেহাকে নয় অন্য কাউকে। আর সেই বিয়ের কথা সবাই কে জানালেন খোদ নেহা। একটি সাক্ষাৎকারে নেহা জানান 'আদিত্য খুব ভালো ছেলে। আমি আর আদিত্য খুব ভালো বন্ধু৷ আর আদিত্য এইবছরে বিয়ে করছেন। কিন্তু আমার সাথে না তার ছোটবেলার এক বান্ধবীর সাথে।' তবে সেই বান্ধবীর নাম নেহা বলেননি। কিন্তু অন্যদিকে তাদের ভক্তরা আশা করেছিল যে এইবার সাত পাকে বাঁধা পড়বে নেহা-আদিত্য কিন্তু ভক্তদের মন ভেঙে দিয়েছে তারা। তাতে বেশ ক্ষুব্ধ ভক্তরা।এমনকি শোতে আচার মেনে মালাবদল থেকে শুরু করে শুভদৃষ্টি সবই করেছিলেন তারা। এরপর অবশ্য আদিত্য স্বীকার করেন ব্যাপারটা সত্যিই বড্ড বেশি হয়ে গেছিল। একই কথা বলেন নেহাও। শুধুমাত্র টিআরপি জন্য তাদের এই প্রেমের খেলা। কিন্তু এবার প্রশ্ন হল আদিত্যের সেই বান্ধবীকে যাকে আদিত্য এই বছর বিয়ে করতে চলেছেন?

No comments