রাষ্ট্রপতি ভবনে ‘গার্ড অব অনার’ দেওয়া হল ট্রাম্পকে
নজরবন্দি ব্যুরোঃ রাজধানী দিল্লিতে ব্যাপক উত্তেজনা অব্যাহত, এর মাঝে সস্ত্রীক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৌঁছলেন রাষ্ট্রপতি ভবনে। ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাষ্ট্রপতি ভবনে আসার পরই তাঁদের সংবর্ধনা জানানো হয়। সেখানেই ট্রাম্পকে ‘গার্ড অব অনার’ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্টকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।
সংবর্ধনা নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি পৌঁছন রাজঘাটে। সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান তারা। এরপর ট্রাম্প ও মেলানিয়া হায়দরাবাদ হাউসে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। সেখানে সামরিক চুক্তি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইতিমধ্যেই প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এবার সেই চুক্তি বাস্তবায়ন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ করার কথা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মার্কিন দূতাবাসে শিল্পপতিদের নিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। রাতে রাজভবনে নৈশভোজ গ্রহণ করার পরই আবার আমেরিকায় উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা।
সংবর্ধনা নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি পৌঁছন রাজঘাটে। সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান তারা। এরপর ট্রাম্প ও মেলানিয়া হায়দরাবাদ হাউসে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। সেখানে সামরিক চুক্তি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

No comments