Header Ads

অমিত-মমতা বৈঠক, ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: এবার ভুবনেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বৈঠক বসতে চলেছে ওড়িশার রাজধানীতে।
গুরুত্বপূর্ণ ওই বৈঠকের পৌরহিত্য করবেন অমিত শাহ। ওই বৈঠকে যোগ দিতেই তৃণমূল নেত্রী মঙ্গলবার রওনা দিয়েছে ভুবনেশ্বর। বৈঠকে তৃণমূল নেত্রী ছাড়াও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা হাজির থাকবেন।

এই বৈঠক মূলত পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে হতে চলেছে। পশ্চিমবঙ্গ ছাড়া, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, সিকিমের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে হাজির থাকবেন। সিএএ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বিতর্কের পরেও কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় তাঁর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হতে চলেছেন তিনি। ভুবনেশ্বরে ২৮ ফেব্রুয়ারি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এই বৈঠকের কথা থাকলেও, ওই দিন অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.