বাংলাদেশের ছবিতে অভিনয় করছে দেব
নজরবন্দি ব্যুরো : টলিপাড়ার অভিনেতা দেবের ভক্তের সংখ্যা কম নয়। গত নভেম্বরেই বাংলাদেশে মুক্তি পেয়েছে দেবের ছবি পাসওয়ার্ড। তারপরই ঠিক হয়েগেছে দেব এবার ছবি করবে বাংলাদেশে। আসলে বাংলাদেশেও তো দেবের ভক্ত কম নয়। বাংলা দেশে দেব যে ছবি কে সে খবর এক্কেবারে সত্য। ছবির নাম মিশন সিক্সটিন। বাংলাদেশের এই ছবির নির্দেশনা করছেন শমিম আহমেদ। এই ছবির গল্প হল সন্ত্রাসবাদ দমনের জন্য সরকার একটি ফোর্স অভিযান চালায়।দেবের অন্যন্য সিনেমার মত এই সিনেমাতেও দেব কে দেখা যাবে অ্যাকশন অবতারে।
এই ছবিতে দেবের সাথে জুটি বাঁধছেন বাংলাদশের জনপ্রিয় অভিনেত্রী জাহারা মিতু। এই ছবিতে দেবের নাম রাজ আর জাহরার নাম ঐশী। ছবিতে রয়েছে দুইবাংলার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। রয়েছে টলিউডের অভিনেতা রজতাভ দত্ত ,বিশ্বনাথ বসু ও সুপ্রিয় দত্ত। বাংলাদেশের নানা জায়গায় হবে এই ছবির শুটিং। গোলন্দাজের কাজ এস হলেই শুরু হবে এ ছবির শুটিং। আন্দাজ করা হচ্ছে মার্চের মাঝামাঝি শুরু হবে শুটিং। এছাড়া ডিবি ব্যাস্ত তাঁর আরেক ছবি কিশমিশ নিয়ে।
এই ছবিতে দেবের সাথে জুটি বাঁধছেন বাংলাদশের জনপ্রিয় অভিনেত্রী জাহারা মিতু। এই ছবিতে দেবের নাম রাজ আর জাহরার নাম ঐশী। ছবিতে রয়েছে দুইবাংলার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। রয়েছে টলিউডের অভিনেতা রজতাভ দত্ত ,বিশ্বনাথ বসু ও সুপ্রিয় দত্ত। বাংলাদেশের নানা জায়গায় হবে এই ছবির শুটিং। গোলন্দাজের কাজ এস হলেই শুরু হবে এ ছবির শুটিং। আন্দাজ করা হচ্ছে মার্চের মাঝামাঝি শুরু হবে শুটিং। এছাড়া ডিবি ব্যাস্ত তাঁর আরেক ছবি কিশমিশ নিয়ে।

No comments