Header Ads

দিল্লিতে মৃত্যু ৫ জনের, শান্তির বার্তা দিয়ে টুইট কেজরীওয়ালের

নজরবন্দি ব্যুরোঃ এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল দিল্লিতে। সিএএ-এর পক্ষে ও বিপক্ষে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দু'পক্ষের সংঘর্ষের জেরে দিল্লিতে মৃত্যু হয় পুলিশকর্মীর। মূলত উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকায় গোলাগুলির খবর পাওয়া গিয়েছে। গতকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাতেই জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত আরো অনেকেই। একাধিক জায়গায় পুড়িয়ে দেওয়া হয় গাড়ি,দোকানপাটও পুড়িয়ে দেওয়া হয়েছে। হিংসাত্বক ভঙ্গিতে চলছে ব্যাপক সংঘর্ষ। ইতিমধ্যেই ৩৫ কোম্পানির আধা সেনা মোতায়েন করা হয়েছে রাজধানীর বুকে। উত্তর-পূর্ব দিল্লির স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
জাফরাবাদ,মৌজপুর সহ একাধিক জায়গায় মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সকালেও ব্যাপক উত্তেজনা থাকায় পরিস্থিতি স্পর্শ কাতর হয়ে উঠেছে। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে রাজ্যবাসীকে হিংসার পথ ত্যাগ করার আবেদন জানিয়েছেন। দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রীতিমত উদ্বিগ্ন কেজরিওয়াল। পরিস্থিতি স্বাভাবিক করতে একযোগে কাজ করার আহ্বান করেছেন কেজরিওয়াল।
স্পর্শকাতর এলাকার বিধায়ক ও একাধিক জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন কেজরিওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি সামাল দিতে দিল্লির বিভিন্ন জেলা থেকে বহু পুলিশ বাহিনী নিয়ে আসা হয়েছে। আজ সকালের পর থেকেই আরো ১৩ কোম্পানির আধা সেনা মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় রীতিমত আতঙ্কিত দিল্লির বাসিন্দারা। স্পর্শ কাতর এলাকাগুলোতে অবিরত টহল দিচ্ছে আধাসেনা। হিংসাত্মক যে কোনো ঘটনা ঘটার আশঙ্কা থাকলেই তাতে দমনের নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে। আজ ১২টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জরুরী ভিত্তিতে বৈঠকে বসছেন। এমতাবস্থায় পরিস্থিতি কোন দিকে এগোয় সে দিকেই চোখ রেখেছেন দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.