Header Ads

তৃণমূলের প্রার্থী কারা হবেন সব নির্ভর করছে প্রশান্ত কিশোরের রিপোর্টের উপর!

নজরবন্দি ব্যুরো: সামনেই এই রাজ্যের পুরসভা নির্বাচন। যদিও দিনক্ষণ ঘোষণা এখনও হয়নি। তবুও কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রায় তৈরি।
যদিও এখনও কয়েকটি ওয়ার্ড নিয়ে এখনও আলোচনা চলছে। এবার দলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ১৪৪টি ওয়ার্ডের জন্য ভোট-কুশলী প্রশান্ত কিশোরের টিমের দেওয়া রিপোর্ট। ওই সমীক্ষায় ওয়ার্ডের সমস্যা সমাধানে কাউন্সিলরের ভূমিকা এবং কাউন্সিলরের ভাবমূর্তির দিকেই বাড়তি নজর দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, এই সমীক্ষা- রিপোর্টের সঙ্গেই প্রশান্ত কিশোর ওয়ার্ডপিছু তিন বা চার জনের নাম প্রার্থী হিসাবে সুপারিশ করেছেন।
অগ্রাধিকারের ভিত্তিতেই ওই নাম দেওয়া হয়েছে। এবারের প্রার্থী বাছাইয়ে তৃণমূল হাই-কম্যান্ড পিকে-র এই তালিকাকেই প্রাধান্য দিয়েছে। অপরদিকে পিকে-র এই সমীক্ষা-রিপোর্ট নিয়ে কার্যত আতঙ্কে তৈরি হয়েছে তৃণমূল কাউন্সিলর-শিবিরে। ওই তালিকায় কার নাম আছে, আর কারা বাদ গিয়েছে, সেই জল্পনাতেই এখন ফুটছে তৃণমূল। সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী তালিকা থেকে প্রাথমিক বাছাইয়ে বাদ গিয়েছে বেশ কয়েকজন কাউন্সিলর। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.