কর্ণ জোহরের 'তখত' ছবির চিত্রনাট্যকারের 'হিন্দুবিদ্বেষী' ট্যুইটের কারণে ছবি বয়কটের ডাক সোশ্যাল মিডিয়াতে
নজরবন্দি ব্যুরো :কর্ণ জোহরের আগামী সিনেমা 'তখত'।তবে এই ছবি মুক্তি পেতে দেখুন ও অনেক দেরি। কিন্তু তাঁর আগেই তাঁর নতুন তখত শিরোনামে। এই ছবির স্কিপ্ট রাইটার হুসেন হাড্রির ট্যুইট নিয়ে তৈরী হয়েছে বিতর্ক। সেই ট্যুইটে হাড্রির বারবারই 'হিন্দু সন্ত্রাসবাদী' শব্দ দুটি ব্যবহার করেছে। এই ট্যুইটের জন্য বারবারই আক্রমনের মুখে পড়তে হয় হাড্রিকে। হুসেন তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েও। তাঁর ট্যুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সারা সোশ্যাল মিডিয়াতে।
নেটস্যাভিদের অভিযোগ এই ট্যুইটে নাকি তিনি হিন্দুদের অপমান করেছেন। নেটিজেনরা ট্যুইটে কর্ণ জোহরের উদ্দেশ্যে বলেন হুসেন ক ছবি থেকে বাদ দিতে হবে। না হলে এই ছবি বয়কট করা হবে। এই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ। তাঁদের ভক্তরাও এই বয়কট করার ঘোষণা করেছেন। এইরকম ট্যুইট নতুন নয় হাড্রির। এর আগেও তিনি এইরকম বিতর্কিত ট্যুইট করে সমলচনার মুখে পড়েছেন। তবে এখনও ছবির নির্দেশক কর্ণ জোহর এখনও মুখ খোলেননি। তখত' ছবিতে অভিনয় করছেন রণবীর সিংহ ,ভিকি কৌশল,অনিল কপূর,আলিয়া ভট্ট, করিনা কপূর, ভূমি পেডনেকর, জাহ্নবী কপূর প্রমুখরা। ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি।
নেটস্যাভিদের অভিযোগ এই ট্যুইটে নাকি তিনি হিন্দুদের অপমান করেছেন। নেটিজেনরা ট্যুইটে কর্ণ জোহরের উদ্দেশ্যে বলেন হুসেন ক ছবি থেকে বাদ দিতে হবে। না হলে এই ছবি বয়কট করা হবে। এই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ। তাঁদের ভক্তরাও এই বয়কট করার ঘোষণা করেছেন। এইরকম ট্যুইট নতুন নয় হাড্রির। এর আগেও তিনি এইরকম বিতর্কিত ট্যুইট করে সমলচনার মুখে পড়েছেন। তবে এখনও ছবির নির্দেশক কর্ণ জোহর এখনও মুখ খোলেননি। তখত' ছবিতে অভিনয় করছেন রণবীর সিংহ ,ভিকি কৌশল,অনিল কপূর,আলিয়া ভট্ট, করিনা কপূর, ভূমি পেডনেকর, জাহ্নবী কপূর প্রমুখরা। ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি।

No comments