মহারাজের চরিত্রে দেখা যেতে পারে হৃতিক কে
নজরবন্দি ব্যুরো : বলিউডে বহু বিশিষ্ট্য ব্যক্তির বায়োপিক হয়েছে। আজহারউদ্দিন, মেরি কম, মহেন্দ্র সিং ধোনি, মিলখা সিং প্রমুখের বায়োপিক ইতিমধ্যে বলিউডে হয়েগেছে। এবার বড়পর্দায় দেখা যাবে বাংলার অধিনায়ক ও বিসিসিআই এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি কে।
বড়পর্দায় দেখা যাবে এবার মহারাজার জীবন কে। তাঁর জীবনে ওঠা,নামা ,বিতর্ক এককথায় তাঁর জীবনের সমস্ত দিক উঠে আসবে এই ছবিতে। আর এই ছবি পরিচালনা করছেন বলিউডের বিখ্যাত নির্দেশনা কর্ণ জোহার। ইতিমধ্যেই কর্ণের সাথে দাদার কথা হয়ে গেছে। কিন্তু যে প্রশ্ন উঠে আসছে মহারাজার ভূমিকায় কে অভিনয় করবে ?গোপনসূত্রে খবর মহারাজার ইচ্ছা তাঁর চরিত্রে হৃতিক রোশন অভিনয় করুক। কিন্তু এখনও সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় নি কে করবে দাদার চরিত্রে অভিনয়।
বড়পর্দায় দেখা যাবে এবার মহারাজার জীবন কে। তাঁর জীবনে ওঠা,নামা ,বিতর্ক এককথায় তাঁর জীবনের সমস্ত দিক উঠে আসবে এই ছবিতে। আর এই ছবি পরিচালনা করছেন বলিউডের বিখ্যাত নির্দেশনা কর্ণ জোহার। ইতিমধ্যেই কর্ণের সাথে দাদার কথা হয়ে গেছে। কিন্তু যে প্রশ্ন উঠে আসছে মহারাজার ভূমিকায় কে অভিনয় করবে ?গোপনসূত্রে খবর মহারাজার ইচ্ছা তাঁর চরিত্রে হৃতিক রোশন অভিনয় করুক। কিন্তু এখনও সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় নি কে করবে দাদার চরিত্রে অভিনয়।

No comments