প্রতিরক্ষা চুক্তি ও ইসলামিক সন্ত্রাসবাদ নিয়ে ঘোষণা ট্রাম্পের
নজরবন্দি ব্যুরোঃ ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংশয় থাকলেও আজ মোতেরা স্টেডিয়ামে দাঁড়িয়ে ট্রাম ঘোষণা করেন ভারতের সঙ্গে তিন হাজার কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হতে চলেছে। তিনি বলেন “আমেরিকার অর্থনীতি এখন খুব দ্রুত এগোচ্ছে, আমি এখন ভারতে এসেছি দু'দেশের মধ্যে সম্পর্ক বাড়াতে। আর প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হলে ভারত-আমেরিকা দুটি দেশের সম্পর্ক আরো মজবুত হবে।” তিনি জানিয়েছেন প্রতিরক্ষার বহু সরঞ্জাম তৈরি করে থাকে আমেরিকা। এবার সেই সরঞ্জাম ভারতের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম।
ভারতের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেন “ইসলামিক উগ্রপন্থার বিরুদ্ধে দুই দেশকেই লড়াই করতে হবে। পশ্চিম এশিয়ার দেশগুলোতে শান্তি ফিরিয়ে আনতে ভারতকে অগ্রণী ভূমিকা নিতে হবে। উগ্রবাদ ও সন্ত্রাসদমন ইস্যুতে ভারত ও আমেরিকা একসাথে লড়বে। পাকিস্তান সীমান্ত দিয়ে জঙ্গী প্রবেশ করে ভারতে বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছে। এক্ষেত্রেও পাকিস্তানের সঙ্গে আমরা কাজ করেছি।
পাকিস্তানের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে।" পাশাপাশি ভারতের ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ করেন তাঁর বক্তৃতায়। তাঁর কথায় “মাত্র ৭০ বছরের বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ও শক্তিশালী দেশ ভারত।” তবে ট্রাম্পের কথায় এটুকু পরিষ্কার ইসলামী উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও পাকিস্তান নিয়ে কিন্তু সুর নরম করেছেন ট্রাম্প। তাঁর এই কথাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
ভারতের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেন “ইসলামিক উগ্রপন্থার বিরুদ্ধে দুই দেশকেই লড়াই করতে হবে। পশ্চিম এশিয়ার দেশগুলোতে শান্তি ফিরিয়ে আনতে ভারতকে অগ্রণী ভূমিকা নিতে হবে। উগ্রবাদ ও সন্ত্রাসদমন ইস্যুতে ভারত ও আমেরিকা একসাথে লড়বে। পাকিস্তান সীমান্ত দিয়ে জঙ্গী প্রবেশ করে ভারতে বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছে। এক্ষেত্রেও পাকিস্তানের সঙ্গে আমরা কাজ করেছি।

No comments