Header Ads

ব্ল্যাকহেডস থেকে রেহাই পেতে ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাব বানান

নজরবন্দি ব্যুরো :নিজের মুখ কে সুন্দর দেখতে কে না চায়। কিন্তু মুখের সৌন্দর্যের জন্য সব থেকে বড়ো সমস্যা হল ব্ল্যাকহেডস। অনেকেরই নাকে ও মুখে ব্ল্যাকহেডস ওঠে।

 আর সেটাই হল সবথেকে বড়ো সমস্যা। এই ব্ল্যাকহেডস জন্য মেয়েরা কি না করে ফেসিয়াল, ক্লিনিং, স্ক্র্যাবিং আরো কত কি। এই ব্যাকহেডসের সমস্যা দূর করতে আজ থেকেই ব্যবহার করুন এই ঘরোয়া পদ্ধতি। ঘরের মাত্র তিনটি উপাদান দিয়ে ঘরে তৈরী করে ফেলুন স্ক্রাব।
 স্ক্রাব বানানোর ঘরোয়া পদ্ধতি :প্রথমে একটা কলা ভালো করে চটকে পেস্ট করে নিন। তারপর ওতে ২ চামচ ওটসের গুড়ো মিশিয়ে তারপর এক চামচ মধু মিশিয়ে ভালো করে মিশ্রণটি তৈরী করুন। মিশ্রণটি তৈরী হয়ে গেলে ভালো করে মুখে লাগিয়ে ফেলুন। তারপর ভালো করে স্ক্রাবিং করুন।এরপর হালকা উষ্ণ জলে ধুয়ে ফেলুন। রোজকার ব্যবহৃত ময়েশ্চারাইজা মুখে ব্যবহার করুন। এতে ব্যাকহেডস এর সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.