সিএএ নিয়ে ফের রণক্ষেত্রে দিল্লি। বন্ধ মেট্রো,স্কুল, বোর্ডের পরীক্ষাও। মৃত্যু এক হেড কনস্টেবলের।
নজরবন্দি ব্যুরোঃ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ফের রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী দিল্লি। দুই গোষ্ঠীর মধ্যে সঙ্ঘর্ষ চলাকালীন মাঝখানে পড়ে প্রাণ গেল পুলিশের এক হেড কনস্টেবলের। পাশাপাশি দু'জন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর-পূর্ব দিল্লির একাধিক জায়গায় নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ডিসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিক। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ১০টা থেকে সংঘর্ষ ক্রমশ ছড়াতে থাকে। পুলিশ ২ পক্ষকে হঠানোর চেষ্টা করে। লাঠিচার্জ করা হয়। পরে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল।
পরিস্থিতিতে নজর রেখে দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া মঙ্গলবার উত্তরপূর্ব দিল্লির সব সরকারি স্কুল এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই ন্য়, ওই অঞ্চল লাগোয়া জায়গায় বোর্ডের পরীক্ষাও বাতিল করা হয়েছে। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্টের সফরের দিকে গোটা দেশের নজর রয়েছে, তখনই অন্যদিকে দিল্লিতে ভয়াবহ আকার ধারণ করল পরিস্থিতি। সূত্রের খবর সোমবার জাফরাবাদ ও মৌজপুর এলাকায় দুটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিবাদীরা। দু'পক্ষের মধ্যে পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই দুই এলাকার মেট্রো স্টেশনের সমস্ত গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দিল্লি মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে সেই কথা টুইট করে জানিয়েও দেওয়া হয়েছে। ফলে প্রায় ২৪ ঘণ্টার জন্য এই দুই স্টেশনের মেট্রো গেট বন্ধ হয়ে পড়ে রয়েছে বলে খবর।

No comments