দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মা কে নিয়ে আবেগঘন পোস্ট জাহ্নবীর
নজরবন্দি ব্যুরো :তিনি আর নেই। তাঁর মৃত্যু কি করে হয়েছিল? মৃত্যু ,স্বেচ্ছামৃত্যু, ষড়যন্ত্র, নাকি খুন। কিন্তু এসব প্রশ্ন অর্থহীন। আজ শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীর দ্বিতীয় বছর। আজ গোটা বলিউড আবেগঘন।দুবছর আগে যখন গোটা দেশ শোকাহত ঠিক সেই একই কষ্টে ভেঙে পড়েছিল এক তাঁর মেয়ে জাহ্নবী।মায়ের এইরকম আচমকা চলে যাওয়া একেবারে মেনে নিতে পারেনি মেয়ে। কত কথা কত ইচ্ছে জমে ছিল মা কে নিয়ে। কিন্তু সব শেষ হয়েগেছিল এক মুহূর্তে।
সময়ের সাথে সাথে বর্তমানে অনেকে সামলেছেন নিজেকে।তবুও প্রতিদিন মায়ের কথা মনে পরে। মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নিজের ইনস্টা পেজে জাহ্নবী পোস্ট করলেন মায়ের সাথে ছোটবেলার একটি ছবি।এই ছবিতে ছোট্ট জাহ্নবী চেপে ধরে আছেন। মা ও জড়িয়ে রেখেছেন মেয়েকে। দুজনের মুখেই মায়া হাসি। এই ছবির ক্যাপশনে জাহ্নবী লেখেন প্রতিদিন মিস করি তোমাকে। এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্তরা সমবেদনা জানাচ্ছেন জাহ্নবী কে। এবং এই ছবিতে কমেন্ট করেছেন করণ জোহার ,জয়া আখতার ও মনীশ মলহোত্রা। ফারা খান ও শ্রীদেবীর একটি ছবি আপলোড করে লেখেন ,আমার কেরিয়ারের শুরুতে উনি আমায় খুব সাহায্য করেন।
সময়ের সাথে সাথে বর্তমানে অনেকে সামলেছেন নিজেকে।তবুও প্রতিদিন মায়ের কথা মনে পরে। মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নিজের ইনস্টা পেজে জাহ্নবী পোস্ট করলেন মায়ের সাথে ছোটবেলার একটি ছবি।এই ছবিতে ছোট্ট জাহ্নবী চেপে ধরে আছেন। মা ও জড়িয়ে রেখেছেন মেয়েকে। দুজনের মুখেই মায়া হাসি। এই ছবির ক্যাপশনে জাহ্নবী লেখেন প্রতিদিন মিস করি তোমাকে। এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্তরা সমবেদনা জানাচ্ছেন জাহ্নবী কে। এবং এই ছবিতে কমেন্ট করেছেন করণ জোহার ,জয়া আখতার ও মনীশ মলহোত্রা। ফারা খান ও শ্রীদেবীর একটি ছবি আপলোড করে লেখেন ,আমার কেরিয়ারের শুরুতে উনি আমায় খুব সাহায্য করেন।


No comments