Header Ads

ঋষভের বাবাকে ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: পুলকার দুর্ঘটনায় মৃত ঋষভ সিংয়ের বাবাকে ফোন করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। বাবা সন্তোষকুমার সিংহকে ফোন করে সান্ত্বনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
ঋষভের মা ও দাদা আয়ুষের শারীরিক অবস্থা সম্পর্কেও জানতে চান মুখ্যমন্ত্রী। টানা ৮ দিন ধরে এসএসকেএম-এ ঋষভকে বাঁচানোর জন্য লড়াই করে যান বিশেষজ্ঞ চিকিৎসকরা। যদিও ঋষভকে বাঁচাতে পারেনি চিকিৎসকরা। শনিবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় ছোট্ট ঋষভের।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পোলবায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয় ঋষভ-সহ আরও এক খুদে পডুয়া। দুজনকেই ভর্তি করা হয় এসএসকেএমে। এরপর দুজনকেই রাখা হয় ভেন্টিলেশনে। ঋষভের অবস্থা সঙ্কটজনক হওয়াতে ভেন্টিলেশনে রাখা হয়।
শেষ পর্যন্ত কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাসও আর কাজ দেয়নি। সংক্রমণের পরিমাণ বাড়তে থাকে দ্রুত গতিতে। অক্সিজেন না পৌঁছানোয় মস্তিষ্ক আগেই কর্মক্ষমতা হারিয়েছিল। শেষে শুক্রবার সন্ধ্যা থেকে দফায় দফায় চিকিৎসকরা সব ধরনের অস্ত্র প্রয়োগ করলেও আর সাড়া দেয়নি ছোট্ট শরীর। মাল্টিঅর্গান ফেল হতে থাকে। শনিবার ভোরে থেমে যায় ছোট্ট ঋষভের হৃদস্পন্দন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.