Header Ads

সিএএ বিরোধী বিক্ষোভে ফের উত্তপ্ত দিল্লি, পাথর বৃষ্টিতে নিহত পুলিশকর্মী

নজরবন্দি ব্যুরোঃ সিএএ ও এনআরসির প্রতিবাদে নতুন করে দিল্লিতে তৈরি হল উত্তেজনা। আগেই রাজধানীর বুকে সিএএ-এর প্রতিবাদে বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এবার বিক্ষোভকারীদের পাথর বৃষ্টিতে মারাত্মক জখম হয়ে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। শাহীনবাগের আন্দোলন সুপ্রিম কোর্টের মধ্যস্থতায় কিছুটা শিথিল হলেও নতুন করে আন্দোলন ও বিক্ষোভ শুরু হয় জাফরাবাদের মৌজপুর ও ভজনপুরা এলাকায়।
বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের আশ্বস্ত করতে হাজির হয়েছিলেন পুলিশকর্মীরা। সেই সময় আচমকা বিক্ষোভকারীরা পাথর বৃষ্টি শুরু করে বলে অভিযোগ। নিমিষেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাথর বৃষ্টিতে গুরুতর জখম হন বেশ কিছু পুলিশকর্মী। তাদেরকে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম অবস্থায় পুলিশকর্মী রতনলালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিনের পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখা যায় পুলিশকে লক্ষ্য করে পিস্তল হাতে এগিয়ে আসছে এক বিক্ষোভকারী। তবে কি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল পুলিশ কর্মীর! তা এখনও স্পষ্ট নয়। এখনও পরিস্থিতি উত্তপ্ত। নতুন করে আবার আন্দোলনে হিংসাত্মক পথ বেছে নেওয়ায় স্থানীয় পুলিশের উপর চাপ বাড়ছে আরও। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি দিল্লি পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.