Header Ads

বড়পর্দায় দাদা র বায়োপিক পরিচালনায় কর্ণ জোহার

নজরবন্দি ব্যুরো : তাহলেও কি এবার বড়পর্দায় দেখা যাবে দাদা সৌরভের জীবনী। শুক্রবার মুম্বাইয়ে পৌঁছেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেটের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সামনে আইপিএল সেই নিয়ে কথাবার্তা বলতে তিনি যান মুম্বাইয়ে।এরমধ্যে দাদা পৌঁছাতে না পৌঁছাতেই দাদার সাথে দেখা করতে চলে যান পরিচালক কর্ণ জোহর।

এরপরই তাঁদের মিটিং নিয়ে বলিপাড়ার শুরু হয় জোড় জল্পনা। সোনা যাচ্ছে দাদার কোন আপত্তি নেই তার বায়োপিক নিয়ে। এখন প্রশ্ন দাদা চরিত্রে অভিনয় উড়বে কোন অভিনেতা ? এখন চলছে সেই অভিনেতারই খোঁজ। তাঁর জীবনের ওঠা,নামা,বিতর্ক,কামব্যাক এককথায় তাঁর পুরো জীবনটাই উঠে আসবে বড়পর্দায়। তবে গোপন সূত্রে খবর,প্রায় দুবছর ধরেই চলছে তাঁদের এই ছবির কথা। যদিও দাদা ও কর্ণ দুজনেই মুখ খুলতে নারাজ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.